একসময়ে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির সঙ্গে তাকে দেখা যেত। গত বছর দক্ষিণ কাশ্মীরে যত জঙ্গি কার্যকলাপের ঘটনা ঘটেছে, তার প্রধান মাথা ছিল সে। সোপিয়ান অঞ্চলের ডন হয়ে ওঠা সেই কুখ্যাত লস্কর জঙ্গি ওয়াসিম শাহ ওরফে আবু ওয়ামা ভাই ওরফে ওয়াসিম লেফ্টি-কে গুলি করে হত্যা করল সুরক্ষা বাহিনী। সিআরপিএফ ও সেনার যৌথ হানায় শনিবার সকালে পুলওয়ামায় গুলিতে মৃত্যু হয় ওয়াসিম শাহের দেহরক্ষী নাসির আহমেদ মীরেরও।
বেশ কয়েকদিন ধরেই ওয়াসিম শাহের গতিবিধির ওপর নজর রাখছিল জম্মু কাশ্মীর পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামার লিট্টার গ্রাম ঘিরে ফেলে সুরক্ষা বাহিনী। এখানেই লুকিয়ে থাকা ওয়াসিম শাহ ও নাসির বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে। সেই সময়ে গুলি যুদ্ধে ২ জনের মৃত্যু হয়। দক্ষিণ কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের মাস্টারমাইন্ড হিসাবে পরিচিত লস্করের প্রথমসারির কমান্ডারের মৃত্যুতে ওই অঞ্চলে আগামী দিনে সন্ত্রাসবাদী কার্যকলাপে রাশ টানা অনেকটা সহজ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। শনিবার সকালে ২ জঙ্গির মৃত্যুকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছেন অনেকে।