লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার হল বায়ুসেনার মহড়া। ১৭টি যুদ্ধ বিমান এই মহড়ায় অংশ নেয়। বায়ুসেনার মহড়াকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহন চলাচল।
এদিন সকাল থেকে রাজপথে ওঠা নামা করতে থাকে একের পর এক অত্যাধুনিক যুদ্ধ বিমান। এক্সপ্রেসওয়েতে নেমেছে সুখোই ৩০-এমকেআই। প্রায় ৮ হাজার কেজি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই বিমান। ভারতীয় বায়ুসেনার সর্বাধিক শক্তিশালী বিমানগুলির মধ্যে সুখোই এমকেআই অন্যতম।
এছাড়াও এদিন দেখা মিলেছে জাগুয়ার-এর। বিমানটি ৪৭৫০ কেজি অস্ত্র নিয়ে উড়তে সক্ষম। এছাড়াও বিমানে দু’ডজন ৩০০ এমএম বন্দুক মজুত করা যায়। সুখোই, জাগুয়ার ছাড়াও আগ্রা এক্সপ্রেসওয়ের ওপর প্রথমবারের জন্য নামতে দেখা গেল পণ্যবাহী বিমান এএন-থার্টি টু-কে। বিভিন্ন জায়গায় ত্রাণ পোঁছে দেবার জন্য এই বিমানটি ব্যবহার করা হয়। সব মিলিয়ে ২০টি বিমান এদিনের মহড়ায় অংশ গ্রহণ করে। এছাড়াও ছিল বিশেষ বিমান সি-১৩০।
এদিন রাজপথের মহড়াকে বড় সাফল্য হিসাবে সেনাকর্তারা দেখছেন বলে জানান এয়ার মার্শাল এস বি দেও। যুদ্ধের সময় হাইওয়েগুলি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেকথা মাথায় রেখেই এদিনের মহড়া বলে জানান এয়ার মার্শাল দেও।
রাজপথে মহড়া নতুন নয়। আগেও হয়েছে। সেবার রাস্তায় নেমেছিল মিরাজ ২০০০ ও সুখোই-৩০। এই নিয়ে তৃতীয় বার রাজপথে অবতরণ করল দেশের অন্যতম সেরা ২ যুদ্ধবিমান। প্রথমবার ২০১৫-তে মিরাজ ২০০০ দিল্লির যমুনা এক্সপ্রেসয়েতে নেমেছিল করেছিল।