দেশি কুকুরের এক প্রজাতি হল মুদল। দাক্ষিণাত্য মালভূমিতে এই প্রজাতিকে বেশি দেখা যায়। ক্যারাভান হাউন্ড নামেও পরিচিত এই কুকুর। গঠনের দিক থেকে বেশ লম্বা, কান ঝোলা, তুখড় বুদ্ধি সম্পন্ন। গতিতে, আকারে, ক্ষিপ্রতায় কারুর থেকে পিছিয়ে নেই এই দেশি হাউন্ড। আর তাই এই দেশি হাউন্ড মুদলও জায়গা করে নিল ভারতীয় সেনা শিবিরে। এযাবৎ জার্মান শেফার্ড, ল্যাব্রাডর ছিল ভারতীয় সেনার সঙ্গী। দেশি হাউন্ড মুদল কোনও অংশে বেমানান নয় বলেই এই বছরের শেষের দিকে সেনায় যোগ দেওয়ার সম্ভাবনা উজ্জ্বল এই প্রজাতির।
প্রথমে জম্মু কাশ্মীরে রেখে মুদলদের পরীক্ষা করা হবে। পরীক্ষায় সফল হলে তারা যোগ দিতে পারবে হবে ভারতীয় সেনায়। সেনা সূত্রের খবর, কর্ণাটক থেকে গতবছর মেরঠে নিয়ে আসা হয়েছে এদের। আপাতত ৬টি হাউন্ডকে মেরঠে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। প্রথমে কুকুরগুলিকে আলাদা করে তাদের রোগ আছে কিনা তা নির্ণয় করা হয়। তারপরে শুরু হয় বশ্যতা নিয়ে প্রাথমিক প্রশিক্ষণ। যুদ্ধক্ষেত্রের জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে মুদলদের।