
সন্ত্রাসের দুনিয়ার পোস্টারবয় তথা কুখ্যাত হিজবুল মুজাহিদিন নেতা বুরহান মুজফফর ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে জ্বলে উঠল কাশ্মীর। শনিবার দিনভরই কাশ্মীরের বিভিন্ন প্রান্তে বুরহান হত্যার বিরুদ্ধে বিক্ষোভের আগুন জ্বলেছে। পথ অবরোধ হয়েছে। অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় অশান্তি চরমে উঠলে পুলিশ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করায় বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ বেধেছে। চলেছে গুলি। পুলিশের গুলিতে শনিবার রাত পর্যন্ত ৮ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। অনন্তনাগ, কুলগাম, পুলওয়ামা জেলার অবস্থা সবচেয়ে ভয়ানক। দিনভর এখানে দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে সুরক্ষাকর্মীদের সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ করে চলে ইট বৃষ্টি। সংঘর্ষে ৯৬ জন সুরক্ষাকর্মী গুরুতর আহত হয়েছেন। এদিকে উপত্যকা জুড়ে অশান্তি ছড়ানোয় এদিনের মত অমরনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।