ভারতীয় নৌবাহিনীতে নয়া ইতিহাস রচনা হল। স্বাধীনতার ৭০ বছর পর এই প্রথম কোনও মহিলাকে ভারতীয় নৌবাহিনীতে পাইলট হিসাবে নিযুক্ত করা হল। এই বিরল সম্মান অর্জন করে নিলেন উত্তরপ্রদেশের বরেলির মেয়ে শুভাঙ্গি স্বরূপ। সেইসঙ্গে ন্যাভাল আর্মামেন্ট ইন্টপেক্টরেট ব্রাঞ্চের জন্য ৩ মহিলা আধিকারিককেও নিযুক্ত করেছে ভারতীয় নৌসেনা। এটাও ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে প্রথম। এঁরা তিনজন ভারতের ৩ প্রান্ত থেকে নির্বাচিত হন। আস্থা সেগল দিল্লির মেয়ে, শক্তি মায়া কেরালার মেয়ে এবং রূপা এ পুদুচেরির মেয়ে।
দেশের প্রথম মহিলা নৌসেনা পাইলট শুভাঙ্গি স্বরূপের বাবা জ্ঞান স্বরূপও একজন ন্যাভাল কমান্ডার। ফলে ছোট থেকেই নৌসেনার বিমান নিয়ে আকাশে ওড়ার স্বপ্নে বিভোর থাকতেন শুভাঙ্গি। সেই লক্ষ্য ছুঁতে লড়াইও চালিয়েছেন। তারই এদিন ফল পেলেন তিনি। আপাতত হায়দরাবাদের এয়ার ফোর্স অ্যাকাডেমিতে তালিম দেওয়া হবে শুভাঙ্গিকে। প্রসঙ্গত এখানেই পদাতিক, নৌ ও বিমান বাহিনীর পাইলটদের তালিম দেওয়া হয়। গত অক্টোবরে বিমান বাহিনীতে ৩ মহিলা পাইলটকে নিযুক্ত করে ভারতীয় বিমান বাহিনী। এবার নৌসেনাতেও যুক্ত হলেন মহিলা পাইলট।