বর্ষশেষেও জঙ্গি হানার হাত থেকে রেহাই পেল না উপত্যকা। রবিবার জম্মু কাশ্মীরের পুলওয়ামার লেথপোরায় সিআরপিএফ কমান্ডো প্রশিক্ষণ কেন্দ্রে আচমকাই হামলা চালায় কয়েকজন সশস্ত্র জঙ্গি। বৃষ্টির মত গুলিবর্ষণ করতে থাকে। রবিবার রাত ২টো নাগাদ এই হামলায় প্রথমে কিছুটা হতভম্ব হয়ে পড়েন সিআরপিএফ জওয়ানরা। পরে পাল্টা গুলি চালাতে শুরু করেন তাঁরা। শুরু হয় গুলিযুদ্ধ। কিন্তু আচমকা জঙ্গি হানায় ততক্ষণে গুলিবিদ্ধ হয়ে ৫ জওয়ান শহিদ হয়েছেন। আহত ৩ জন। তাঁদের চিকিৎসা চলছে। এদিনের সেনা জঙ্গি গুলি যুদ্ধ রাতে দীর্ঘক্ষণ স্থায়ী হয়। সিআরপিএফের গুলিতে প্রাণ হারায় ২ জঙ্গি। অন্য কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা জানতে শুরু হয় চিরুনি তল্লাশি। সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে।
সম্প্রতি জম্মু কাশ্মীরে বেশ কিছু জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। যার একটা অংশ জইশ জঙ্গি। ৪ দিন আগেই জইশ-ই-মহম্মদের প্রথমসারির নেতা ‘ছোটা নুরা’-কে খতম করে সেনা। তার আগে গত নভেম্বরে ভারতীয় সেনার হাতে খতম হয় জইশের প্রথমসারির নেতা বাবর। হয়ত পরপর তাদের নেতৃত্ব নিকেশ মেনে নিতে পারছিল না জইশ। তারই বদলা নিতে জইশের এই মরিয়া পাল্টা হানা বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।