হৃদরোগীদের জন্য দারুণ খুশির খবর দিল আইআইটি
হৃদরোগীদের জন্য দারুণ সুখবর বয়ে আনল কানপুর আইআইটির স্কুল অফ মেডিক্যাল রিসার্চ অ্যান্ড টেকনোলজি। দুর্বল হৃদয়ের মানুষদের জন্য এটা জীবনদায়ী প্রমাণ হতে পারে।
ভারতে হৃদরোগের সমস্যা বড় একটা কম নেই। বহু মানুষই হার্টের সমস্যায় ভুগছেন। তাঁদের বিভিন্ন ওষুধও চলে সারা বছর। বিভিন্ন সময় চিকিৎসকের পরামর্শও নিতে হয়।
এভাবে চলা একরকম। অনেকের আবার হার্টের অবস্থা এতটাই দুর্বল হয় যে যেকোনও মুহুর্তে হার্ট অ্যাটাক বা ফেলিওরের সম্ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে জীবন মরণ সমস্যা তৈরি হতে পারে যেকোনও সময়ে।
এই অবস্থা ধরা পড়লে অপারেশন করা হয়ে থাকে। এবার কানপুর আইআইটির স্কুল অফ মেডিক্যাল রিসার্চ অ্যান্ড টেকনোলজি এমন একটি যন্ত্র তৈরি করেছে যা এমন রোগীদের নতুন জীবন দিতে পারে।
যন্ত্রটির নাম দেওয়া হয়েছে হৃদযন্ত্র। এটি একটি কৃত্রিম হৃদয়। যাকে বলা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস। যে কোনও মানুষের হৃদযন্ত্রের মূল পাম্প করানোর অংশটি হল লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়।
এটিকে হৃদয়ের প্রধান চেম্বার বা প্রকোষ্ঠ বলা হয়ে থাকে। এখান থেকে রক্ত পাম্প হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। এটির কাজ করে দেবে এই ব্যাটারিচালিত যন্ত্র।
কানপুর আইআইটির ডিরেক্টর এই উদ্ভাবনকে আত্মনির্ভর ভারতেরও অঙ্গ হিসাবে ব্যাখ্যা করেছেন। তাঁর মতে ভারতের নিজস্ব প্রতিভাকে কাজে লাগিয়ে এ দেশেই যে এমন জটিল গবেষণা এগোচ্ছে এটা যথেষ্ট সদর্থক ইঙ্গিত। সারা দেশের স্বাস্থ্য সংক্রান্ত ইকো সিস্টেমের জন্যও এই উদ্ভাবন এক দারুণ পদক্ষেপ বলে মনে করছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা