আইআইটি খড়গপুরের ডিরেক্টর পার্থপ্রতিম চক্রবর্তীর একটা ই-মেলে শুক্রবার সকালে নতুন করে চাড়া দিয়েছিল ছাত্র আন্দোলন। অবশ্যই শান্তিপূর্ণভাবে। কিন্তু বিকেলে কর্তৃপক্ষের কাছ থেকে তাদের দাবি মেনে ফি কমানোর মৌখিক আশ্বাস পেয়ে অবস্থান প্রত্যাহার করে নিল ছাত্রছাত্রীরা। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন ধরেই ছাত্র বিক্ষোভে অশান্ত। সেমিস্টারের ফি বৃদ্ধির কথা ঘোষণার পর থেকেই এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব ছাত্রছাত্রীরা। ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য ছাত্রদের চাপের মুখে তাদের সঙ্গে গত বুধবার আলোচনাতেও বসেন কর্তৃপক্ষ। সেখানে ছাত্রদের দাবি ভেবে দেখার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু শুক্রবার বিক্ষোভরত ছাত্রদের ই-মেল করে ডিরেক্টর জানিয়ে দেন ফি বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হচ্ছেনা। এরপরই ফের শান্তিপূর্ণভাবে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীরা।