আইআইটি-তে ভর্তির নিয়ম শিথিল
আইআইটি-তে যেসব ছাত্রছাত্রী ভর্তি হতে চান তাঁদের জন্য নিয়ম শিথিল হল।
নয়াদিল্লি : উচ্চমাধ্যমিক বা অন্য কোনও বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর অনেক বিজ্ঞানের ছাত্রছাত্রীই আইআইটি-তে যোগ দিতে চান। দেশের অন্যতম সেরা শিক্ষাকেন্দ্র আইআইটি-তে যোগ দেওয়া অবশ্য সহজ কথা নয়। নিয়ম হল উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে ছাত্রছাত্রীদের। তারসঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পাশ করতে হবে।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিওয়াল ট্যুইটে জানিয়েছেন, এই নিয়মে শিথিলতা আনা হচ্ছে এবার। করোনা পরিস্থিতিতে অনেক বোর্ডেই দ্বাদশ শ্রেণির পুরো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সেক্ষেত্রে এবার বোর্ডের নম্বর বিশেষ গুরুত্ব পাবে না। যেমন উচ্চমাধ্যমিক। উচ্চমাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর পাওয়ার বাধ্যবাধকতা এবার থাকছে না।
এবার জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড ২০২০ পরীক্ষায় সফল হলেই মিলবে আইআইটি-তে যোগ দেওয়ার সুযোগ। আইআইটিতে পড়তে যাওয়ার স্বপ্ন নিয়ে যে সব ছাত্রছাত্রী এতদিন কঠিন পরিশ্রম করেছেন তাঁদের জন্য এই নিয়মের শিথিলতা ভাল খবর বয়ে আনল।