National

রাষ্ট্রপতির কাছে সনিয়ার নেতৃত্বে কংগ্রেস

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করল কংগ্রেসের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধী। ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ অনেকে। দিল্লির পরিস্থিতি নিয়েই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তাঁরা। দিল্লিতে শান্তি ফেরাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান তাঁরা। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপসারণেরও দাবি করা হয়। রাষ্ট্রপতি যেন দিল্লিতে শান্তি ফেরাতে কেন্দ্র ও রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেন এমন দাবিও করা হয় কংগ্রেসের তরফে।

দিল্লিতে যখন আগুন জ্বলছে তখন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার ২ পক্ষই নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে দাবি করেন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী হাত গুটিয়ে থাকায় দিল্লিতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। ২০০ জনের ওপর আহত। অনেকের ব্যবসা মার খেয়েছে। একের পর এক বাড়িতে লুঠ হয়েছে অবাধে। এজন্য কেন্দ্র ও রাজ্য সরকারের ওপর দায় চাপিয়েছে কংগ্রেস।


কংগ্রেসের তরফে এও দাবি করা হয়েছে যে দিল্লিতে যে হিংসার ঘটনা ঘটেছে তার জন্য গোয়েন্দা ব্যর্থতা সামনে আসছে। কারণ তাদের কাছে এমন হতে পারার কোনও আগাম খবর ছিলনা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে স্মারকলিপি দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন কংগ্রেস নেতারা। দিল্লির ঘটনাকে জাতীয় লজ্জা বলে ব্যাখ্যা করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button