তাদের প্রস্তাবে আমল দেওয়ায় কেন্দ্রকে ধন্যবাদ জানাল কংগ্রেস
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা জানান, তাঁদের প্রস্তাব যে কেন্দ্র মেনে নিয়েছে এজন্য তাদের ধন্যবাদ।
প্রধানমন্ত্রী দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করার সময় এটাও বলেন যে ২০ এপ্রিল থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে। তারপরই জানা যায় ২০ এপ্রিল থেকে ই-কমার্স সাইটগুলোকে বিক্রিতে ছাড় দিতে চলেছে কেন্দ্র। সেক্ষেত্রে টিভি, ফ্রিজ, মোবাইল ফোন এবং এমন সবই তারা বিক্রি করতে পারবে। অনলাইনে অর্ডার পেয়ে তারা যেভাবে গ্রাহকের বাড়িতে তা পৌঁছে দেয় সেটা করতে পারবে বলে ইঙ্গিত মেলে। এরপরই কংগ্রেস নড়ে চড়ে বসে।
তারা সরকারের কাছে এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার অনুরোধ করে। কংগ্রেস যুক্তি দেয়, দেশজুড়ে বহু দোকান বন্ধ। সেক্ষেত্রে ই-কমার্স সাইটগুলো জিনিস বেচার এভাবে সুবিধা পেলে তা দেশ জোড়া দোকানদারদের সঙ্গে অন্যায় করা হবে।
সোমবার থেকে সেই ছাড় মেলার কথা। কিন্তু তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। তা রবিবার সামনে এসেছে। তাতে দেখা গেছে যে ই-কমার্স সংস্থাগুলিকে কেবলমাত্র অত্যাবশ্যকীয় পণ্য বিক্রিতে ছাড় দেওয়া হয়েছে। তাও ডেলিভারির জন্য প্রয়োজনীয় কাগজ তাদের হাতে থাকতে হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা জানান, তাঁদের প্রস্তাব যে কেন্দ্র মেনে নিয়েছে এজন্য তাদের ধন্যবাদ। অত্যাবশ্যকীয় নয় এমন জিনিস লকডাউনের সময়ে ই-কমার্সে বিক্রি নিয়ে তারা যে আপত্তি জানিয়েছিল তা মানা হওয়ায় কংগ্রেস যে খুশি তা বুঝিয়ে দিয়েছে তারা। সোমবার থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে শুরু হচ্ছে লকডাউন শিথিলের পথে হাঁটা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা