ভারত মহাসাগরে বিশাল গর্ত নামিয়ে দিয়েছে জলস্তর, এবার কী হবে
ভারত মহাসাগরে যে বিশাল গর্ত রয়েছে বলে বিজ্ঞানীরা জানাচ্ছেন তা কিন্তু এ দেশের খুব কাছেই। সেটা দেশবাসীর জন্য আরও চিন্তার কারণ কি? কি বলছেন বিজ্ঞানীরা।
ভারতের দক্ষিণ প্রান্তের শেষ বিন্দু থেকে হিসাব করলে কিন্তু ভারত মহাসাগরে মাধ্যাকর্ষীয় গর্ত খুব দূরে নয়। মাত্র ১ হাজার ২০০ কিলোমিটার। সেখানে ভারত মহাসাগর বেশ কিছুটা বসে গেছে নিচের দিকে। ফলে সমুদ্রপৃষ্ঠের যে স্তর স্বাভাবিক তা ওখানে নেই।
এখানে অনেকটাই নিচে নেমে গেছে সমুদ্র। ১০৬ মিটারের মত নিচে নেমে গেছে সমুদ্রস্তর। এই গর্ত কিন্তু বিশাল এলাকা জুড়ে রয়েছে। ভারত মহাসাগরের নিচের মাটির প্রায় ৩০ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে।
অনেকের মনে হতেই পারে তাহলে কি সমুদ্রের জল ওই বিশাল গর্ত দিয়ে আরও নিচে চলে যাচ্ছে? সমুদ্রের জল কি এভাবে পৃথিবীর পেটে চলে যাবে?
ঠিক তা কিন্তু নয়। এই গ্র্যাভিটি হোল কিন্তু বাস্তবে কোনও অতি বিশাল গর্ত নয়। বরং সমুদ্রের তলদেশের মাটির তলায় যে উপাদান রয়েছে তা অনেকটা বসে গেছে এখানে।
নিচের দিকে এই বসে যাওয়ার কারণ এখানে মাধ্যাকর্ষণের পরিস্থিতি। পৃথিবীপৃষ্ঠ ঠিক গোলাকার নয়। তা অনেক জায়গায় এবড়োখেবড়ো, উঁচু, নিচু। ফলে বিশ্বজুড়ে মাধ্যাকর্ষণও এক হয়না। কোথাও বেশি, কোথাও কম।
ভারত মহাসাগরের এই অংশে মাধ্যাকর্ষণ অতিরিক্ত কম বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। মাধ্যাকর্ষণ কম থাকাতেই এখানে এভাবে সমুদ্রের তলার মাটি বসে গেছে নিচের দিকে। যা এমন এক পরিস্থিতির সৃষ্টি করছে।
মনে করা হচ্ছে, টেকটনিক প্লেটের নড়াচড়ার জেরেই এই পরিস্থিতি কোনও একটা সময় সৃষ্টি হয়েছিল। তবে এই মাধ্যাকর্ষীয় গর্ত তৈরির কারণ এতদিনে পরিস্কার হল। যদিও এর ফলে বড় কোনও বিপদের সম্ভাবনা এখনই নেই বলেও আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা