
কাজে এল না ইউসুফ, সাকিবের মাঠ কামড়ে লড়াই। কলকাতার বিরুদ্ধে এদিন সহজ জয় পেল গুজরাট লায়ন্স। কোনও শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এদিন দু’পয়েন্ট পকেটে পুরে নেয় রায়নারা। তাও আবার কলকাতার ঘরের মাঠে। এদিন মাত্র ৫ উইকেট হারিয়েই জেতার জন্য প্রয়োজনীয় ১৫৯ রান তুলে নেয় তারা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান কলকাতার ৪ নির্ভরযোগ্য ব্যাটসম্যান। কলকাতার ব্যাটিং লাইন আপের মতই তাসের ঘরের মত ভেঙে পড়ে দলের মনোবল আর দর্শকদের সব আশা। কিন্তু খেলা তখনও বাকি ছিল। ক্রিজের দু’ধারে পাঁচিল তুলে দাঁড়িয়ে পড়েন কেকেআরের দুর্দিনের ভরসা ইউসুফ পাঠান ও পুরো সিজনে আউট অফ ফর্ম থাকা সাকিব উল হাসান। এরপরটা ঘুরে দাঁড়ানোর ইতিহাস। দুজনের চওড়া ব্যাটে ভর করে ২০ ওভারের শেষে কেকেআর পৌঁছে যায় ১৫৮ রানে। দুজনেই অর্ধশতক পার করে একটা লড়ার মত রান তাড়া করার চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় গুজরাটকে। টানা ৩ ম্যাচ হারার পর এদিন কার্যতই খোঁচা খাওয়া বাঘের মত জেতার জন্য মরিয়া লড়াই যে গুজরাট দেবে তা প্রথমেই বুঝিয়ে দেয় রায়না ব্রিগেড। খুব বড় রান তাড়া করা নয়। তবু প্রথম ৬ ওভারের বাধ্যতামূলক ফিল্ডিং নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে শুরুতেই রান রেটের মিটার বাড়িয়ে নেয় গুজরাট। তারপর সহজ বলে চার, ছয় আর অন্য বলে ধীরে সুস্থে একরান দু’রান করে নিয়ে খেলাকে জিতে নিয়ে যায় তারা। ম্যাচে উপরি পাওনা শেষের দিকে ফিঞ্চের দুরন্ত কিছু বাউন্ডারি ও ওভার বাউন্ডারি। কলকাতার পরের খেলা আগামী শনিবার। প্রতিপক্ষ ধোনির পুনে।