
যাঁরা আইপিএলের ভক্ত তাঁরা যদি শনিবারের বিকেলে বেঙ্গালুরু ও গুজরাটের খেলাটা না দেখে থাকেন, তাহলে বলতেই হচ্ছে একটা লাইভ থ্রিল হাতছাড়া করলেন। এ আক্ষেপ ভোলার নয়। ২০ ওভার অর্থাৎ ১২০ বল। আর সেই ১২০ বলে ২৪৮ রান। এদিন মাঠে বিরাট আর ডেভিলিয়ার্সের তাণ্ডব আইপিএল ইতিহাসে একের পর এক রেকর্ড গড়ে দিল। প্রথম রেকর্ড ১৪৪ রানে কোনও দলকে হারান। যা এখনও পর্যন্ত আইপিএল ইতিহাসে রেকর্ড। দ্বিতীয় রেকর্ড কোনও জুটির এতবেশি রান। বিরাট আর ডেভিলিয়ার্স জুটির ৯৬ বলে ২২৯ রানও টি-২০তে একটা রেকর্ড হয়ে রইল। এদিন মাত্র ৫২ বলে ১২৯ রান করেন ডেভিলিয়ার্স। অন্যদিকে ৫৫ বলে ১০৯ রান করেন ফর্মে থাকা বিরাট। ২০ ওভারে ম্যাচে এই দুই মহারথী মিলে ১৫টি চার ও ২০টি ছক্কা হাঁকান। ছয়ের মধ্যে ১২টি মারেন ডেভিলিয়ার্স, বিরাট মারেন ৮টি। দুজনের ব্যাটিং সুনামিতে ২৪৮ রানের একটা পাহাড় প্রমাণ ইনিংসই আইপিএল ইতিহাসে একটা অন্যতম মাইলস্টোন। পরে ব্যাট করতে নেমে বিশাল রান তাড়া করতে গিয়ে হুটোপাটি শুরু করে গুজরাটের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। যার ফলে কেউই ক্রিজে বেশিক্ষণ স্থির হওয়ার সুযোগ পাননি। অবশেষে ১৪৪ রানে হার মানতে হয় ক্রম তালিকার উপরের দিকে থাকা গুজরাটের সিংহদের।