Sports

ছেলেখেলা করে জিতল কলকাতা

Indian Premier League 2016বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পুনেকে হেলায় হারাল কলকাতা। ডাকওয়ার্থ লুইস সিস্টেমে ৮ উইকেটে জেতার পর কলকাতা ১৪ পয়েন্ট নিয়ে পৌঁছে গেল ক্রম তালিকার শীর্ষে। এদিন ঝড়-বৃষ্টি শেষ হয়ে যখন ইডেনের ঢাকা মাঠের সবুজ গালিচা ফের দেখা দিল তখন আকাশে মেঘ প্রায় নেই বললেই চলে। দর্শকরা তখনও অপেক্ষায়। কিন্তু মাঠে যে তখনও আরও একটা ঝড় অপেক্ষা করছে তা বোধহয় তাঁদের ধারণা ছিলনা। এদিন ডাকওয়ার্থ লুইসের নিয়মে ২০ ওভার থেকে কমে কলকাতার জন্য টার্গেট দাঁড়ায় ৯ ওভারে ৬৬ রান। জেতার জন্য এই রান তুলতে নেমে অশ্বিন ঘুর্ণিতে কাবু হয়ে দ্রুত প্যাভিলিয়নে ফিরতে হয় ক্যাপ্টেন গম্ভীর ও উত্থাপ্পাকে। ব্যাট করতে নামেন পাঠান ও পাণ্ডে। অশ্বিনের দ্বিতীয় ওভার। অনেক আশা নিয়ে অশ্বিনকে পাঠানো ধোনির জিভ শুকোতে শুরু করে প্রথম বল থেকেই। ওই এক ওভারেই পাঠান যা তাণ্ডব দেখানোর দেখিয়ে দেন। পরপর বাউন্ডারি পারে বল পাঠিয়ে দলকে মাত্র এক ওভারের ব্যবধানে যেখানে পৌঁছে দেন সেখান থেকে জিত না এলে সেটাই বিশ্বের পরবর্তী আশ্চর্য হয়ে রেকর্ড গড়ত। তবে তা হয়নি। ২৬ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় এই জুটি। সহজ জয় পায় কেকেআর। তবে বৃষ্টি বিঘ্নিত না হলে যে কলকাতা জিততে পারত না এমন নয়। কারণ শুরুতে ব্যাট করতে নেমে এদিন নিয়মিত উইকেট হারাতে থাকে ধোনির পুনে। এমনকি ধোনিও ক্রিজে টেস্ট খেলছেন না টি-২০ তা বোঝা দায় হচ্ছিল। ফলে ৬ উইকেট হারিয়ে ১৭ ওভার পার করেও ধোনিদের রানের ঝুলি ১১০ পার করতে পারেনি। ঠিক সেই সময়েই নামে বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা। পরে প্রায় রাত ১২টার কাছে পৌঁছে খেলা যখন শুরু হল তখন ডাকওয়ার্থ লুইসের কঠিন যোগ বিয়োগের পর শাহরুখের ছেলেদের জয়ের টার্গেট হয় ৫৪ বলে ৬৬ রান। যা মাত্র ২৮ বল খরচ করেই তুলে নেয় কেকেআর। কলকাতার পরের খেলা সোমবার। প্রতিপক্ষ বিরাটের বেঙ্গালুরু।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button