
একটা ম্যাচের ফলাফল ঠিক করে দিল আইপিএলের প্লে-অফে একসঙ্গে দুই কোয়ালিফায়ারের নাম। এদিন গুজরাট ও মুম্বইয়ের মধ্যে মরণ বাঁচন ম্যাচে গুজরাটের কাছে হেরে আইপিএলের দৌড় থেকে ছিটকে গেল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই। এদিন প্রথমে ব্যাট করে ১৭৩ রান করে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে রায়না, ম্যাককালাম ঝড়ে ক্রমশ ছিটকে যাওয়ার অশনি সংকেত প্রকট হতে থাকে মুম্বইয়ের জন্য। অবশেষে মাত্র চার উইকেট হারিয়ে জেতার জন্য ৪ রানের টার্গেট সহজেই ছুঁয়ে ফেলে এবারের আইপিএলে আত্মপ্রকাশ করা গুজরাট লায়ন্স। এদিন গুজরাটের জয়ের ফলে শুধু তারা নিজেরাই নয় হায়দরাবাদকেও এক ম্যাচ বাকি থাকতেই প্লে-অফে তুলে দিল। ফলে রবিবার কলকাতার বিরুদ্ধে ম্যাচে হায়দরাবাদ জিতুক বা হারুক তাতে তাদের প্লে-অফে যাওয়া আটকাচ্ছে না। গুজরাট হায়দরাবাদ ছাড়া যে দুটি দল প্লে-অফে জায়গা করার জন্য রবিবার মাঠে নামতে চলেছে তাদের মধ্যে রয়েছে কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরু।