
বুধবার আইপিএলের এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে কলকাতা-হায়দরাবাদ। দিল্লির ফিরোজ শাহ কোটলায় এই খেলা দুই দলের জন্যই মরণ বাঁচন লড়াই। কারণ এই ম্যাচ হারা মানেই এবারের মত আইপিএল থেকে বিদায়। বেঙ্গালুরুর কাছে হেরেও লিগের প্রথম দুই দলে থাকার সুবাদে আর একটা সুযোগ পাচ্ছে গুজরাট। কিন্তু এলিমিনেটরে সে সুযোগ নেই। বরং এদিন যে দল জিতবে তারা তখনও ফাইনালে যেতে পারছে না। তাদের আগামী শুক্রবার খেলতে হবে গুজরাটের সঙ্গে। সেই ম্যাচ জিতলে তবেই ফাইনাল। গত রবিবার হায়দরাবাদকে হারালেও যুবরাজরা এখন খোঁচা খাওয়া বাঘ। ফলে গম্ভীরদের পরিকল্পনা শুরু থেকই সঠিক পথে না এগোলে হায়দরাবাদকে হারানো সহজ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা। বুধবার ম্যাচ শুরু রাত ৮টায়।