
সহজ জয় দিয়ে নবম আইপিএলে পথচলা শুরু করল কলকাতা নাইট রাইডার্স। দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে দিল কিং খানের দল। মাত্র ৯৯ রানের টার্গেট ইডেনে রবিবাসরীর সন্ধ্যায় হেলায় তুলে নেয় কেকেআর। গম্ভীর-উথাপ্পার ওপেনিং জুটিই দিল্লিকে কার্যত উড়িয়ে দিয়েছে এদিন। বিশেষত রবীন উথাপ্পা। ছোট রানের পিছনে দৌড়। তাই চাপ তেমন ছিল না। হাত খুলে মারার সুযোগও ছিল। কারণ দু-একটা উইকেট গেলেও জেতা আটকানো কঠিন। কিন্তু উথাপ্পার চওড়া ব্যাট বোধহয় শুধুই এই আত্মতুষ্টিকে ভর করে ঝড় তোলেনি। কারণ এদিন উথাপ্পার হাত থেকে যেসব শট বেরিয়েছে তা ক্রিকেট ব্যাকরণ মেনেই হয়েছে বলে মেনে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে এদিন ক্যাপ্টেন হিসাবে একদিকে দাঁড়িয়ে থেকে ম্যাচ জেতানোর কৃতিত্ব অবশ্যই গৌতম গম্ভীরের প্রাপ্য। হারলেও শুরুটা মন্দ করেনি দিল্লি। প্রথমেই বেশ কয়েকটা চার, ছয় মেরে কেকেআরের কপালে ভাঁজ ফেলে দিয়েছিল। কিন্তু সেই দুরন্ত শুরু বেশিক্ষণ স্থায়ী হয়নি। উইকেট পড়া শুরু হওয়ার পর সেই পতনের ধারায় কেউ লাগাম দিতে পারেনি। একের পর এক উইকেট হারিয়ে রীতিমত চাপে পড়ে যায় দিল্লি। পুরো ২০ ওভারও টেকেনি তাদের ইনিংস। ১৭ ওভার ৪ বলেই শেষ হয়ে যায় দিল্লি ডেয়ারডেভিলসের ইনিংস। তাও ১০০-র কম রানেই। ফলে কলকাতার কাছে জেতাটা ছিল সময়ের অপেক্ষা। এদিন টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠান গৌতম গম্ভীর। উদ্দেশ্য ছিল কম রানে দিল্লিকে বেঁধে রাখা। যে লক্ষ্যে সম্পূর্ণ সফল কলকাতার বোলিং ব্রিগেড। বিশেষত ব্র্যাড হগ, পিযূষ চাওলাদের ঘূর্ণির সামনে এদিন কার্যতই অসহায় দেখিয়েছে দিল্লিকে। কলকাতার পরের খেলা আগামী বুধবার চড়ক সংক্রান্তির দিন। ইডেনে ওদিন কলকাতার প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।