
আগামী ৩০ এপ্রিল বা তার পরে আইপিএলের কোনও খেলা মহারাষ্ট্রে করা যাবে না। ঘোষিত সূচি অনুযায়ী খেলাগুলি অন্য রাজ্যে সরানোর ব্যবস্থা করার জন্য বিসিসিআইকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে বম্বে হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশিকা বিসিসিআইয়ের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। মহারাষ্ট্র জুড়ে যে চরম জলাভাব দেখা দিয়েছে তার সঙ্গে কিছুটা হলেও লড়ার সুযোগ বাড়বে বলেই মনে করছে আদালত। কারণ কোনও মাঠে ক্রিকেট ম্যাচ করাতে গেলে তার আগে পিচ ও মাঠে প্রচুর পরিমাণে জল দিতে হয়। যেখানে মানুষ জলের জন্য হাহাকার করছেন। যেখানে রাজ্য জুড়ে খরা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে আইপিএলের জন্য মাঠে ছেটানোর জল সরবরাহ সম্ভব নয় বলেই পরিস্কার করে দিয়েছে আদালত। আদালত এদিন জানায়, পুনে বা মুম্বইয়ের মাঠে যে খেলাগুলি রয়েছে সগুলি অন্যত্র সরালেই যে রাজ্যর জল সংকটের সমাধান হয়ে যাবে এমন নয়। তবে মাঠে যে জল দিতে হত সেটুকুও খরা প্রবণ এলাকায় পৌঁছতে পারলে কিছুটা সুরাহা তো হবে। এদিকে ৩০ এপ্রিলের পরও পুনে ও মুম্বই মিলিয়ে মোট ১৩ টি খেলা বাকি থাকছে। এত অল্প সময়ের মধ্যে এগুলি অন্য রাজ্যে ব্যবস্থা করা বিসিসিআইয়ের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।