
মহারাষ্ট্র জুড়ে তৈরি হয়েছে খরা পরিস্থিতি। অধিকাংশ জায়গায় জলের জন্য চলছে হাহাকার। তাই জল বাঁচাতে মহারাষ্ট্র থেকে আইপিএল ম্যাচ সরানোর নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট। ফলে বিসিসিআই শুরু করে নতুন মাঠের খোঁজ। সূত্রের খবর, আপাতত বিশাখাপত্তনম, কানপুর ও রায়পুরে ম্যাচগুলি সরানোর সিদ্ধান্ত হয়েছে। তবে তা এখনও পাকা নয়। মুম্বই, পুনে ও নাগপুর মিলিয়ে মোট ১৩টি ম্যাচ অন্যত্র সরাতে হচ্ছে বিসিসিআইকে। সেক্ষেত্রে বিশাখাপত্তনম, কানপুর ও রায়পুরকেই সামনে রেখে এগোচ্ছে তারা। প্রথমে এই তালিকায় রাঁচিকে ভাবা হলেও পরে তা বাতিল করে বিসিসিআই। ভাবনায় ছিল চেন্নাইও। কিন্তু চেন্নাই সুপার কিংসের হোমগ্রাউন্ড ছিল বলে চেন্নাইও বাতিল করে তারা।