
পঞ্জাবকে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানটা ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স। হায়দরাবাদের পর এদিন পঞ্জাবের বিরুদ্ধেও কার্যত একতরফা খেলে জয় ছিনিয়ে নেন গম্ভীররা। এদিন মোহালিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গম্ভীর। ভাল রানের পিচেও প্রথম থেকেই নড়বড়ে দেখিয়েছে কিংস ইলেভেনকে। মুখ রক্ষা বলতে কেবল মার্সের অপরাজিত ৫৬ রানের দুরন্ত ইনিংস। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানে শেষ হয় পঞ্জাবের ইনিংস। রান তাড়া করতে নেমে উত্থাপ্পার ঝোড়ো ব্যাটিং আর গম্ভীরের যোগ্য সঙ্গতে জয়ের ভিত শক্ত করে নেয় শাহরুখের ছেলেরা। ৪ উইকেট খোয়া গেলেও জয়টা ছিল তখন সময়ের অপেক্ষা। ১৭ বল বাকি থাকতেই অভিষ্ট লক্ষ্য ছুঁয়ে ফেলে কলকাতা। প্রীতির ছেলেদের ৬ উইকেটে হারিয়ে আপাতত লিগ টেবিলে যথেষ্ট শক্তিশালী জায়গায় গম্ভীররা। কলকাতার পরবর্তী খেলা আগামী ২৪ এপ্রিল ধোনির পুনের বিরুদ্ধে।