দশম আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার হলেন বেন স্টোকস। দাম উঠল সাড়ে ১৪ কোটি টাকা! আইপিএলের ইতিহাসে এত দাম দিয়ে কোনও ক্রিকেটার বিক্রি হননি। ইংল্যান্ডের এই ক্রিকেটারকে সাড়ে ১৪ কোটি দিয়ে কিনেছে পুনে। যার মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এবারের নিলামে স্টোকসের দিকে সব দলেরই নজর ছিল। কিন্তু সেই বাজি জিতে নিল পুনে। তবে কেকেআর এবারের আইপিএলে বেশ কয়েকজন ভাল ক্রিকেটারকে দলে টেনেছে। কলকাতা এদিন যাদের কিনল তাদের মধ্যে রয়েছেন, নিউজিল্যান্ডের বাঁহাতি সিমার ট্রেন্ট বোল্ট (দাম ৫ কোটি টাকা), ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস (দাম ৪ কোটি ২০ লক্ষ টাকা), অস্ট্রেলিয়ার অলরাউন্ডার নাথান কুলটারনাইল (দাম ৩ কোটি ৫০ লক্ষ টাকা), ভারতের অলরাউন্ডার ঋষি ধবন (দাম ৫৫ লক্ষ টাকা), ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো (দাম ৫০ লক্ষ টাকা), ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোভম্যান পাওয়েল (দাম ৩০ লক্ষ টাকা), ভারতের ডান হাতি স্পিনার সায়ন ঘোষ (দাম ১০ লক্ষ টাকা), ভারতের ডান হাতি স্পিনার সঞ্জয় যাদব (দাম ১০ লক্ষ টাকা), ভারতের ব্যাটসম্যান ইশাঙ্ক জাগ্গি ( দাম ১০ লক্ষ টাকা)। এই কজনকে এদিন নিলামে দলে টেনেছেন শাহরুখের দলের কর্তারা। এদিকে এদিন নিলামে চমক দিয়েছে হায়দরাবাদও। আফগানিস্তানে বোলার রশিদ খানকে ৪ কোটি টাকা দিয়ে কিনেছে তারা। সেইসঙ্গে আফগানিস্তানের মহম্মদ নবিকেও ৩০ লক্ষ টাকা দিয়ে কিনেছে হায়দরাবাদ। প্রসঙ্গত আফগানিস্তানের কোনও খেলোয়াড়ের এই প্রথম আইপিএলে সুযোগ পাওয়া। ইংল্যান্ডের টাইমাল মিলস এবারের আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ দরের অধিকারী হলেন। তাঁকে ১২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে বেঙ্গালুরু। অবিক্রিত রয়ে গেলেন ইরফান পাঠান, প্রজ্ঞান ওঝা, ব্র্যাড হগ, রস টেলর, ইশান্ত শর্মা সহ বেশ কয়েকজন ক্রিকেটার।