লিগের শেষ ম্যাচেও মুম্বইয়ের কাছে হেরেছে কলকাতা। তা সত্ত্বেও শুরুর দিকের সারিবদ্ধ জয়ের সুবাদে কেঁদে ককিয়ে ৪ নম্বর স্থানটা পেয়েছে তারা। ফলে প্লে অফে জুটেছে সুযোগ। তবে ২ নম্বর স্থানটা হাতছাড়া হয়েছে। পিছলে পৌঁছেছে লিগ টেবিলের ৪ নম্বরে। তাও বড় রানের ব্যবধানে এদিন পঞ্জাব জিতলে ছিটকেও যেতে পারত তারা। কিন্তু এদিন পঞ্জাবের জঘন্য ব্যাটিংয়ের জেরে মাত্র ৭৩ রানে তাদের ইনিংস গুটিয়ে দেয় পুনে। জয়ের জন্য ৭৪ রান সহজে তুলে লিগ টেবিলের ২ নম্বরে পৌঁছে যায় পুনে। ফলে মুম্বই ও পুনের সামনে ফাইনালে পৌঁছনোর ২টো সুযোগ থাকছে। প্রথম কোয়ালিফায়ারে মুম্বই খেলবে পুনের সঙ্গে। যে জিতবে সোজা ফাইনাল। যে হারবে তার কিন্তু বিদায় নয়। সে খেলবে কলকাতা ও হায়দরাবাদের মধ্যে যে দল জিতবে তাদের সঙ্গে। সেখান থেকে জিতলে ফাইনাল। হারলে বিদায়। অন্যদিকে কলকাতা ও হায়দরাবাদের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে যে হারবে তার সেখানেই বিদায়। যে জিতবে সেও ফাইনালে যেতে পারছে না। ফাইনালের টিকিট পেতে তাকে হারাতে হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে আসা দলকে। ফলে কলকাতার জন্য ফাইনালে পৌঁছনোর রাস্তা কঠিন হল। শেষ ৪টে ম্যাচের ৩টিই হেরেছে কলকাতা। এর একটাও জিততে পারলে প্রথম ২-এ থাকতে পারত কেকেআর।