৪ উইকেটে কলকাতাকে ঘরের মাঠে হারিয়ে দিল গুজরাট। পিচ যে ব্যাটসম্যানদের সাহায্য করছে তা খেলার শুরুতেই পরিস্কার হয়ে গিয়েছিল। আরও পরিস্কার হল কেন গুজরাট টস জিতে পরে ব্যাট করার সিদ্ধান্ত নিল তাও। সুরেশ রায়না যে কত বড় মাপের খেলোয়াড় তা এদিন টস থেকেই পরিস্কার। এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট। ব্যাট করতে নেমে পুরনো চমকেই বাজিমাত করে কলকাতা। প্রথম ৩ ওভারে সুনীল নারিনের দুরন্ত ব্যাটিং ঝোড়ো শুরু উপহার দেয় কলকাতাকে। কিন্তু চতুর্থ ওভারে সুরেশ রায়নার বলে প্যাভিলিয়নে ফেরার পর সহজ উইকেটে রান তুলতেও কালঘাম ছুটে যায় কলকাতার। পরের দিকে রবীন উত্থাপ্পা দুরন্ত ব্যাটিং করলেও অন্যপ্রান্তে গৌতম গম্ভীর আউট হওয়ার পর পাণ্ডের খারাপ ব্যাট শাহরুখের দলের রান অনেকটাই থমকে দেয়। ফলে ১৮৭ রানেই ইনিংস শেষ করতে হয় কলকাতাকে। যেখানে প্রথম ৩ ওভারে প্রায় ৫০ রান তুলে ফেলেছিল একটা দল। সেই দলই শেষ ১৭ ওভারে ১৫০ রান তুলতে পারল না। তাও আবার এই সহজ উইকেটে। ১৮৮ রান টার্গেট করে খেলতে নেমে প্রথমেই গুজরাট পরিস্কার করে দেয় এদিন তারা জেতার জন্য নেমেছে। ফিঞ্চ ও ম্যাককালামের দুরন্ত জুটি শুরুতেই গুজরাটকে দারুণ ভাবে খেলায় ফিরিয়ে দেয়। যদিও বৃষ্টি কিছুক্ষণের জন্য খেলা থামিয়ে দেয়। কিন্তু তারপর খেলা শুরু হতে ম্যাককালাম ফিরলেও ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন সুরেশ রায়না। এরপর জিত ছিল সময়ের অপেক্ষা। অবশেষে ৪ উইকেটে ঘরের মাঠে পরাজিত কলকাতা। এদিনের ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন সুরেশ রায়না। এই হারে প্রথম স্থান থেকে অনেকটাই পিছলে গেল কলকাতা। মুম্বই নিজের প্রথম স্থান নিশ্চিন্তে ধরে রাখার জায়গায় পৌঁছে গেল।