বেঙ্গালুরুর রিজ কার্লটন হোটেলে দুদিন ব্যাপী আইপিএল খেলোয়াড় নিলামের প্রথম দিনে শনিবার কলকাতা মোটা টাকা খরচ করল ক্রিস লিন ও মিচেল স্টার্ককে কিনতে। স্টার্ককে পেতে খরচ হল ৯ কোটি ৪০ লক্ষ টাকা। অন্যদিকে ক্রিস লিনকে দলে পেতে কেকেআরকে খরচ করতে হল ৯ কোটি ৬০ লক্ষ টাকা। এছাড়াও কেকেআর মোটা টাকা খরচ করে রাহানেকে দলে টেনেছে। রাহানেকে পেতে শাহরুখের দলকে খসাতে হয়েছে ৭ কোটি ৪০ লক্ষ টাকা। বাইশ গজের ঘূর্ণিঝড় চায়নাম্যান কুলদীপ যাদবকে ধরে রাখল কেকেআর।
রাইট টু ম্যাচ বা আরটিএম কার্ড ব্যবহার করে কুলদীপকে ধরে রেখেছে কলকাতা। আইপিএল নিলামের নিয়ম অনুযায়ী আরটিএম কার্ড সব মিলিয়ে ৩ বার ব্যবহার করতে পারবে কোনও দল। আরটিএম কার্ড ব্যবহার করে পীযূষ চাওলাকেও ধরে রেখেছে কেকেআর। খরচ হয়েছে ৪ কোটি ২০ লক্ষ টাকা। রবীন উথাপ্পার ক্ষেত্রেও আরটিম কার্ড ব্যবহার করেছে শাহরুখ খানের দল। ৬ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে রবীনকে ধরে রাখল কলকাতা। এছাড়া তরুণ খেলোয়াড় ইশাঙ্ক জাগ্গিকে ২০ লক্ষ টাকা ও শুভমান গিলকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় নিজেদের দলে নিয়েছে কেকেআর। কমলেশ নাগারকোটিকে ৩ কোটি ২০ লক্ষ টাকা ব্যয় করে কিনেছে কলকাতা।