প্রসিদ্ধ কৃষ্ণার ২৪ রান দেওয়া একটা ওভার আর শেষ ২ ওভারে আফগান স্পিনার রশিদ খানের বিধ্বংসী ব্যাটিং শেষ করে দিল কেকেআরের ফাইনালে পৌঁছনোর সব আশা। পরে বল হাতেও সমান সফল রশিদ। মাঠে ফিল্ডিং করতে গিয়েও সমান সফল সেই রশিদ খানই। তারপরও যে শুরু কেকেআর পেয়েছিল তা কাজে লাগাতে পারলে হয়তো জিতলেও জিততে পারত। কিন্তু সেখানেও প্রায় হাতের মুঠোয় থাকা ম্যাচ কেমন যেন হারার মানসিকতা নিয়ে খেলা শুরু করলেন কেকেআরের ব্যাটসম্যানেরা। একের পর এক আউট হয়ে ফিরলেন প্যাভিলিয়নে। আর হায়দরাবাদের ফাইনালে পৌঁছনোর রাস্তা সুগম করে দিলেন। জলে গেল ক্রিস লিন ও সুনীল নারিনের দুরন্ত ব্যাটিং। শেষের দিকে শুভমান গিল ও পীযূষ চাওলা কিছুটা লড়ার চেষ্টা করলেও তাতে সেই শক্তি ছিলনা যা ম্যাচ বার করে আনতে পারে।
টস জিতে এদিন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। শুরু থেকে কিন্তু ইডেনের পিচে ধরে খেলার স্ট্র্যাটেজি নেন হায়দরাবাদের ২ ওপেনার ঋদ্ধিমান সাহা ও শিখর ধাওয়ান। ২ জনেই মোটামুটি রানের গতিকে ঠিক রেখে খেলতে থাকেন। মাঝে ঋদ্ধিমানের ক্যাচ ফস্কান কার্তিক। প্রথম দিকে উইকেট না হারানো হায়দরাবাদের জন্য ভাল খবর ছিল। কিন্তু কুলদীপের বলে ১ ওভারে শিখর ও অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট কেকেআরকে দারুণভাবে খেলায় ফিরিয়ে আনে। এরপর একাদশ ওভারে ঋদ্ধিমানের আউট খেলাকে অনেকটাই শাহরুখের ছেলেদের পক্ষে নিয়ে চলে যায়। ১৪ ওভারের শেষে ১০০ রানে পৌঁছতে সক্ষম হয় হায়দরাবাদ। কিন্তু এরপর থেকে যেমন উইকেট পড়েছে তেমনই রান এসেছে। আর শেষ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার ২৪ রান দেওয়ার জোরে হায়দরাবাদ পৌঁছে যায় ১৭৪ রানে। যা কার্যত এক সময়ে অসম্ভব বলে মনে হচ্ছিল। শেষের দিকে আফগান বোলার রশিদ খানের ১০ বলে ৩৪ রানের ব্যাটিং খেলার মোড় ঘুরিয়ে দেয়।
ব্যাট করতে নেমে কিন্তু কেকেআর দুরন্ত শুরু করে। রানের চাকা ঘুরছিল অদ্ভুত গতিতে। ক্রিস লিন এবং সুনীল নারিন জুটির ব্যাট দেখে যে কারও মনে হতে পারে দিনটা কলকাতার। সুনীল আউট হওয়ার পরও যা বজায় রাখে লিন-রাণা জুটি। কিন্তু রাণার পা পিছলে রান আউট হওয়ার পর আচমকা কেমন যেন সব হারানো অবস্থায় দাঁড়ায় কলকাতা। পরপর উইকেট পড়তে থাকে। ২ অঙ্কের রানেই পৌঁছতে পারেননি কার্তিক, উত্থাপ্পা, রাসেলরা। এতে যা হওয়ার তাই হয়। খেলা মোড় ঘুরিয়ে কয়েক ওভারের ব্যবধানে একেবারেই হায়দরাবাদের হাতের মুঠোয় চলে আসে। এরপর যদিও পিচে টিকে থেকে শুভমান গিল ও পীযূষ চাওলা লড়াই দেন। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। ১৩ রানে ম্যাচ হারে কেকেআর। ম্যাচ জেতার সুবাদে হায়দরাবাদ পৌঁছে যায় ফাইনালে। ফাইনালে ওয়াংখেড়েতে তারা মুখোমুখি চেন্নাইয়ের। আগামী রবিবার ফাইনাল। আর এই ম্যাচ হেরে এবারের মত আইপিএলের দৌড় শেষ করল কলকাতা নাইট রাইডার্স।