আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই ইডেনের সবুজ গালিচায় বিরাট কোহলির বেঙ্গালুরুর মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এতদিন ধরে দেখে আসা কেকেআর সম্বন্ধে কলকাতার ফ্যানদের একটা প্রচ্ছন্ন ধারণা ছিল। কিন্তু কেঁচে গণ্ডূষ করা টিম সম্বন্ধে কোনও ধারণাই নেই কারও। এই সিজনে ৮ জন খেলোয়াড় পরিবর্তন করে দিয়েছে কলকাতা। নতুন অধিনায়ক হয়েছেন দীনেশ কার্তিক। মোটা টাকায় ঘরে আনা কার্তিক পাশে পাচ্ছেন ক্রিস লিন, সুনীল নারিন, রবীন উত্থাপ্পা, কুলদীপ যাদবকে। এছাড়া টিমে রয়েছে একগুচ্ছ তরুণ প্রতিভা। রয়েছেন শুভমান গিলের মত অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন দলের খেলোয়াড়।
অন্যদিকে এখনও একবারও আইপিএলের ট্রফি ঘরে তুলতে পারেনি নামীদামী খেলোয়াড়ে ঠাসা বেঙ্গালুরু। যার অধিনায়কের নামই বিরাট কোহলি। ফলে এবার বেঙ্গালুরুও মরিয়া ভাল পারফর্ম করতে। আর কেকেআর তৈরি নতুন দল গড়ে চমক দিতে। সেই দ্বৈরথই দেখতে মুখিয়ে গোটা দেশ। আর বিকেল নামতেই ইডেনমুখী কলকাতা।