সাদামাটা ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল কিংস ইলেভেন পঞ্জাব। পঞ্জাবের ঘরের মাঠ মোহালিতে টস জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে নিয়মিতভাবে উইকেট পড়তে থাকে পঞ্জাবের। রানও উঠতে থাকে। তবে খুব ঝোড়ো গতিতে নয়। মিলার করেন ৪৩ রান। ওটাই ছিল সোমবার দিল্লির কোনও ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। সরফরাজ খান করেন ৩৯ রান। মনদীপ সিং অপরাজিত থেকে করেন ২৯ রান। কুরান করেন ২০ রান। সব মিলিয়ে পঞ্জাব ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে তোলে ১৬৬ রান।
মোহালির মাঠ বড় মাঠ। এখানে বিশাল স্কোর খাড়া করা মুশকিল। তবে ১৬৬ রানটাও এখনকার টি-২০ প্রতিযোগিতার জন্য খুব বড় রান নয়। ১৬৭ রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালসের আগের দিনের নায়ক পৃথ্বী শ ০ রানে ফেরেন। ধাওয়ান ৩০, শ্রেয়স আইয়ার ২৮, ঋষভ পন্থ ৩৯, ইনগ্রাম ৩৮ রান করেন।
এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু জয়ের জন্য তার পরের ব্যাটসম্যানদের কাছ থেকে কিছু কিছু করে রানের দরকার ছিল দিল্লির। সেটাই তাঁরা দিতে ব্যর্থ হলেন। ক্রিস মরিস, প্যাটেল, রাবাডা, লামিচ্যান, দিল্লির এই ৪ ব্যাটসম্যান শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন। হনুমা বিহারী ফেরেন ২ রান করে। মিডল অর্ডার থেকে টেল এন্ডারদের এই দুর্দশা দিল্লিকে হারই উপহার দিয়েছে। কুরানের বিষাক্ত বোলিং দিল্লিকে অনেকটাই বিপাকে ফেলে দেয়। কুরান একাই ৪ উইকেট নেন। দিল্লি হারে ১৪ রানে। ম্যাচের সেরা হন কুরান। কিংসরা এখন ৪টি ম্যাচ খেলে ৩টি জিতে টেবিলের ২ নম্বরে অবস্থান করছে।