কার্লোস ব্রেথওয়েটকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। ৫ কোটিতে এই ক্যারিবিয়ান তারকাকে কেনে কলকাতা। ২০১৯ সালের আইপিএল-এ দল গড়তে মঙ্গলবার জয়পুরে শুরু হয় নিলাম। এবারই বেঙ্গালুরু ছেড়ে গোলাপি শহরে বসেছে আইপিএল নিলামের আসর। এদিন কলকাতা নাইট রাইডার্স ৫ কোটি টাকা দর দিয়ে তুলে নেয় কার্লোস ব্রেথওয়েটকে। অন্যদিকে গতবারে ভারতীয় খেলোয়াড় হিসাবে সবচেয়ে বেশি দাম পাওয়া জয়দেব উনাদকাটকে রাজস্থান রয়্যালস নিয়েছিল ১২ কোটি টাকা খরচ করে। এবারও তাঁকে নিল রাজস্থান। তবে দাম একটু কম উঠল। দর ছুঁল ৮.৪ কোটি টাকা। যদিও এবারের নিলামে এটাই কোনও ভারতীয় খেলোয়াড়ের সর্বোচ্চ দর।
এদিন কলকাতার সঙ্গে দরকষাকষি চরমে ওঠে কিংস ইলেভেন পঞ্জাবের। তামিলনাড়ুর লেগ স্পিনার বরুণ চক্রবর্তীকে নিতে লড়াই চলে ২ ফ্র্যাঞ্চাইজির। যদিও ৮.৪ কোটি টাকা খরচ করে শেষ হাসি হাসে পঞ্জাব। রাজস্থান বরুণ অ্যারনকে কেনে ২.৪ কোটিতে। অন্যদিকে শিবম দুবেকে কেনে বেঙ্গালুরু। দর ওঠে ৫ কোটি। মুম্বই ২ কোটি টাকা খরচ করে ফের দলে নিয়েছে লাসিথ মালিঙ্গাকে। পেসার মোহিত শর্মাকে নিয়েছে চেন্নাই। খরচ পড়েছে ৫ কোটি।
বাংলার ঋদ্ধিমান সাহাকে এবারও কিনেছে হায়দরাবাদ। সানরাইজার্স এদিন ১.২ কোটি টাকা দরে তুলে নেয় ঋদ্ধিমানকে। ব্রিটিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকেও দেড় কোটিতে ঘরে তুলেছে হায়দরাবাদ। অজি অলরাউন্ডার হেনরিক্সকেও ১ কোটি দর দিয়ে কিনেছে তারা। বাংলার মহম্মদ সামিকে ১ কোটি টাকা খরচ করে কিনেছে কিংস ইলেভেন পঞ্জাব। অক্ষর প্যাটেলকে ৫ কোটিতে ও ইশান্ত শর্মাকে ১.১ কোটিতে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। ২ কোটি দর দিয়ে হনুমা বিহারীকেও তুলেছে দিল্লি। অন্যদিকে শিমরন হেটমায়ারকে ৪.২ কোটি টাকায় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এদিন অবিক্রিতদের তালিকাতেও রয়েছে ক্রিকেট দুনিয়ার অনেক বড়সড় নাম। যারমধ্যে রয়েছেন ভারতের যুবরাজ সিং, চেতেশ্বর পূজারা, নমন ওঝা, গৌতম গম্ভীরের মত ক্রিকেটার। অন্যদিকে বিদেশি খেলোয়াড়দের মধ্যে ম্যাককালাম, ক্রিস ওকস, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডন, বেন ম্যাকডারমট, মার্টিন গুপতিল অবিক্রিত থেকে গেছেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)