বুধবারের সন্ধের আগেও চলতি আইপিএলে একটি খতিয়ান জ্বলজ্বল করছিল। ধোনির চেন্নাই ৩টে খেলে ৩টেতেই জিতে আছে। যা অন্য কোনও দলের নেই। সবাই একটা করে হেরেছে। অবশেষে ধোনির দলের সেই জয়ের ধারা থামকে দিল মুম্বই। ওয়াংখেড়েতে ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে দিল রোহিতের মুম্বই। ৩৭ রানে জেতে মুম্বই। ফলে পয়েন্ট টেবিলের ২ নম্বরে নেমে গেল চেন্নাই। ১ নম্বরে উঠে এল পঞ্জাব।
টস জিতে ওয়াংখেড়েতে প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠান ধোনি। শুরুতেই ডি কক আউট হওয়ার পর কিছুটা টানেন রোহিত ও সূর্যকুমার যাদব। পরে রোহিত ১৩ রানে ফেরার পর যুবরাজও ৪ রান করে ফেরেন। ক্রুণাল পাণ্ডিয়া ও যাদব দলের রানটা টেনে অনেকটা নিয়ে যান। যাদব ৫৯ ও ক্রুণাল ৪২ রান করে ফেরার পর শেষে হার্দিক পাণ্ডিয়া ও পোলার্ড অপরাজিত থেকে শেষ পর্যন্ত টানেন। মুম্বই শেষ করে ১৭০ রানে।
১৭০ রান ভাল হলেও খুব বড় স্কোর নয়। চেন্নাই ব্যাটিং লাইনআপ রীতিমত শক্তিশালী। ফলে এই রান তোলাটা কঠিন ছিলনা। কিন্তু ৬ রানের মধ্যেই ওয়াটসন ও রাইডুকে ফিরিয়ে পাল্টা চেন্নাইকে চাপে ফেলে দেয় মুম্বই। রায়নাও ১৬ রান করে পোলার্ডের দুরন্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন। কেদার যাদব ও ধোনি মিলে অনেকটা টানেন। ধোনি উইকেট ধরে রাখছিলেন। আর কেদার মারছিলেন। কিন্তু রান ও বলের ফারাক ক্রমশ বাড়তে থাকে। ফলে ২ দিক থেকেই ভাল শটের দরকার ছিল। যা ধোনি এদিন দিতে পারেননি। ১২ রান করে ধোনি ফেরার পর জাদেজা (১), চাহল (৭) ও ব্রাভো (৮) দাঁড়াতেই পারেননি। একা কেদার যাদবের ৫৮ রান করে লড়াই তাই জলেই যায়। ১৩৩ রানে ৮ উইকেট হারিয়ে শেষ হয় ধোনিদের ২০ ওভার। ম্যাচের সেরা হন হার্দিক পাণ্ডিয়া। একাই ৩ উইকেট তুলে নিয়ে ও দলের খাতায় ৮ বলে ২৫ রান যোগ করে দিনের সেরা হন হার্দিক।