ইডেন কী আজ দ্বিধাবিভক্ত থাকবে? কেউ গলা ফাটাবেন কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের হয়ে। আর কেউ গলা ফাটাবেন ঘরের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। হতেই পারে। কারণ আজ কলকাতা ইডেনে নামছে দিল্লির বিরুদ্ধে তাদের ফিরতি ম্যাচ খেলতে। গুটি গুটি পায়ে আইপিএল কিন্তু ইতিমধ্যেই তার প্রায় অর্ধেক খেলা কাটিয়ে ফেলল। এবার শুরু হচ্ছে ফিরতি ম্যাচের খেলা। দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস টাই করেও হেরেছিল নাইটরা। এবার নিজেদের ঘরের মাঠে তার বদলা নেওয়ার পালা।
দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম পরামর্শদাতা এখন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন রিকি পন্টিং। একসময় সেই সৌরভেরই দল ছিল কলকাতা নাইট রাইডার্স। এখন তিনি বিপক্ষে। ফলে কলকাতা বুঝে উঠতে পারছে না তারা তাদের প্রাণের দাদার পক্ষে থাকবে। নাকি শহরের আপনার দলের পক্ষে। কলকাতা আজ কোন পক্ষ নিল তা অবশ্য সন্ধের পরই পরিস্কার হবে।
এদিকে অনেকগুলো ম্যাচ বাইরে খেলার পর অবশেষে কলকাতা ফিরেছে নাইটরা। এবার ঘরের মাঠে খেলা। শুক্রবার দিল্লির সঙ্গে খেলার পর রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ। এখন প্রশ্ন হল কলকাতার পুরো টিম কী ফর্মে ফিরবে? এখনও পর্যন্ত রাসেল ভরসায় একটা গোটা টিম এগোচ্ছে। রাসেল যদি একটি ম্যাচে রান না পান তাহলেই কলকাতা মুখ থুবড়ে পড়বে।
তারওপর অধিনায়ক হিসাবে ধোনির ধারেকাছেও নন কার্তিক। অধিনায়ক হওয়ার ক্ষুরধার বুদ্ধি তো আছেই, সেই সঙ্গে দল বিপদে পড়লে দলকে টেনে তোলাও অধিনায়কের বড় কর্তব্য। সেকাজ কিন্তু করে দেখাতে পারেননি কার্তিক। ফলে আইপিএলে ভাল খেলার জন্য গোটা টিমকে ভাল খেলতে হবে। অধিনায়ক হিসাবে আরও অনেক বেশি দায়িত্ব নিতে হবে কার্তিককে।