মুম্বইকে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরে পেল রাজস্থান। ৫ বল বাকি থাকতে ৫ উইকেটে জেতে তারা। জয়ের প্রায় পুরো শ্রেয়ই প্রাপ্য স্টিভ স্মিথের। তিনিই ম্যান অফ দ্যা ম্যাচ। ঘরের মাঠে শনিবার প্রথম খেলায় টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায় রাজস্থান। ওয়াংখেড়েতে রাজস্থানকে হারিয়েছিল মুম্বই। এদিন তাদের ডেরায় পেয়ে মুম্বইকেও হারাল রাজস্থান।
ব্যাট করতে নেমে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা দ্রুত ফেরেন। ৫ রান করেন তিনি। কিন্তু তারপর ডি কক ও সূর্য কুমার যাদব জুটি দারুণ খেলে রানের মিটার ঘোরাতে থাকে। ৩৪ রান করে ফেরেন সূর্য। হার্দিক পাণ্ডিয়া নামেন। সূর্য যাদব আউট হওয়ার পরই ৬৫ রান করে ফেরেন ডি কক। ফলে ২ সেট ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা চাপে পড়ে মুম্বই। পোলার্ড নামেন। কিন্তু পোলার্ড এদিন মাত্র ১০ রান করেই ফেরেন। হার্দিক করেন ২৩ রান। শেষে বেন কাটিং ও ক্রুণাল পাণ্ডিয়া কিছু রান তোলেন। কিন্তু মুম্বইয়ের স্কোর তেমন একটা বড়সড় কিছু হয়নি। ২০ ওভারে তারা করে ১৬১ রান।
জবাবে ব্যাট করতে নেমে রাজস্থানের রাহানে ১২ রান করে ফেরেন। তবে ১৬২ খুব বিশাল স্কোর নয়। তবু মাঠে নেমে সঞ্জু স্যামসন চালিয়ে খেলা শুরু করেন। ১৯ বল খেলে ৩৫ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন তিনি। অন্যদিকে দায়িত্বপূর্ণ ইনিংস খেলতে থাকেন স্মিথ। সঞ্জু আউট হওয়ার পর বেন স্টোকস নেমেই আউট হন। শূন্য রানেই ফিরতে হয় তাঁকে। এরপর স্মিথ ও পরাগ খেলা টেনে নিয়ে যেতে থাকেন। এখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। এঁদের ২ জনে মিলে রাজস্থানকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।
পরাগ ৪৩ রান করে যখন আউট হন তখন রাজস্থানের জয়ের জন্য দরকার ১৫ রান। পরাগের পরে টার্নার নেমেই আউট হন। তিনিও শূন্য রান করেই ফেরেন। শেষে স্টুয়ার্ট বিনি ও স্টিভ স্মিথ খেলা শেষ করেন। স্মিথ অপরাজিত থেকে করেন ৫৯ রান। বিনি করেন ৭ রান। ৫ বল আগেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।