চেন্নাই দলটা মহেন্দ্র সিং ধোনি থাকলে একরকম খেলে। আর না থাকলে অন্যরকম খেলে। এই অন্যরকমটা যতটা খারাপ হয়। ধোনি থাকলে খেলা ততটাই ভাল হয়। গোটা দলটা ধোনি থাকলে যেন আলাদা এনার্জি পেয়ে যায়। আর সেই এনার্জির জোরেই চলতি আইপিএলের ৫০ তম ম্যাচে দিল্লিকে দাঁড়াতেই দিলনা তারা।
যদিও চেন্নাই ও দিল্লি, দুটো দলই প্লে অফে পৌঁছে গেছে। কিন্তু দিল্লিকে এভাবে গোহারান হারিয়ে নিজেদের মনোবলটা অনেকটাই বাড়িয়ে নিল চেন্নাই। দিল্লি হারল ৮০ রানে। এই খেলাতেও ম্যাচের নায়ক সেই মহেন্দ্র সিং ধোনি। তিনিই হন ম্যান অফ দ্যা ম্যাচ।
চেন্নাইতে টস জিতে প্রথমে চেন্নাইকেই ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে শুরুতেই ওয়াটসনের উইকেট হারায় চেন্নাই। ০ রানে ফেরেন ওয়াটসন। ডু প্লেসি ও রায়না রানের চাকা ঘুরিয়ে খেলা এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে অনেকটা ঢিমে ব্যাটিং করা ডু প্লেসি ৩৯ রান করে আউট হওয়ার পর ধোনি রায়না জুটি বাঁধেন।
রায়না ৫৯ রান করে ফেরার পর জাদেজাকে নিয়ে রান তোলার গতি বাড়ান ধোনি। ২২ বলে ৪৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ধোনি। ১০ বলে ২৫ রান করে ফেরেন জাদেজা। রাইডু করেন ৫ রান। চেন্নাই ২০ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে তোলে ১৭৯ রান।
রীতিমত ভাল রানের স্কোর তাড়া করতে নেমে দিল্লি শুরুতেই পৃথ্বী শ-র উইকেট হারায়। ৪ রানে পৃথ্বী ফেরার পর শিখর ধাওয়ান ও অধিনায়ক শ্রেয়স আইয়ার-এর জুটি খেলা টানতে থাকে। ১৯ রান করে ফেরেন ধাওয়ান। আর এখান থেকেই শুরু হয় দিল্লির তাসের ঘর ভাঙা। উইকেট পড়ার লাইন পড়ে যায়।
ঋষভ পন্থ ৫ রান করে, ইনগ্রাম ১ রান করে, অক্ষর প্যাটেল ৯ রান করে, রাদারফোর্ড ২ রান করে, ক্রিস মরিস ০ রান করে, সুচিথ ৬ রান করে এবং অমিত মিশ্র ৮ রান করে ফেরেন। একাই অনেকটা লড়াই করে ৪৪ রানে ফেরেন শ্রেয়স। বোল্ট ১ রান করে অপরাজিত থাকেন। গোটা দলটা ১৬ ওভার ২ বল খেলে ৯৯ রানে অলআউট হয়ে যায়। দিল্লি ক্যাপিটালসের শ্রেয়স আইয়ার ৪৪ ও শিখর ধাওয়ান ১৯ বাদ দিলে আর কেউ ২ অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। লজ্জার হার হারতে হয় দিল্লিকে।