Sports

হেলায় জিতে চলেছে ধোনির হলুদ ব্রিগেড

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২টি ম্যাচই খেলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর সেই প্রথম ২টি ম্যাচেই বিপক্ষকে অবহেলায় হারিয়ে দিল হলুদ ব্রিগেড। বেঙ্গালুরু ও দিল্লি যেভাবে হারল তাতে ধোনিদের বিশেষ পরিশ্রম করতে হলনা জয়ের জন্য। বেঙ্গালুরুকে ৭০ রানে রুখে দিয়ে প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছিলেন ধোনির ছেলেরা। দ্বিতীয় ম্যাচে দিল্লিকেও তাঁরা কম রানেই আটকে দিলেন। ২ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় ধোনিবাহিনী। ৬ উইকেটে ম্যাচ জেতে তারা।

মঙ্গলবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস। শুরুতে তরুণ প্রতিভা পৃথ্বী শ ও শিখর ধাওয়ান ভাল শুরু করেন। কিন্তু পৃথ্বী ২৪ রানে ফিরলেও ধাওয়ান-আইয়ার জুটি ভাল রান তুলছিল। আইয়ার ফেরেন ১৮ রান করে। তারপর ফর্মে থাকা ঋষভ পন্থ ও ধাওয়ান দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন।


এঁরা যা খেলছিলেন তাতে দিল্লির রান ১৮০-১৯০ হতেই পারত। কিন্তু ১২০ রানে ঋষভ ফিরতেই দিল্লি দলটাকে যেন হারাকিরি পেয়ে বসল। যেখানে ১২০ রানে দিল্লি হারিয়েছিল ৩ উইকেট, সেখানে ১২৭ রানে পৌঁছতে দলের উইকেট পড়ে যায় ৬টি। মাত্র ৭ রান তুলতে ৩ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত টিকে দলকে ১৪৭ রান পর্যন্ত টেনে নিয়ে যান অক্ষর প্যাটেল ও তেওয়াটিয়া।

পরে ব্যাট করতে নেমে অল্প রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে কিছুটা ধীরেই শুরু করে চেন্নাই। ধরে খেলে মেপে রান তোলার কৌশল নেয়। অবশ্য শেন ওয়াটসন নিজের ছন্দেই মারকাটারি ব্যাটিং করতে থাকেন। রাইডু ৫ রান করে দ্রুত ফিরলেও রায়না ৩০ ও কেদার যাদব ২৭ রান করে ফেরেন। ৪৪ রান করেন ওয়াটসন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ধোনি ৩২ রান করেন ও ব্রাভো ৪ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button