কলকাতা-চেন্নাই ম্যাচে আজ কার্তিকের অগ্নিপরীক্ষা
দিল্লির কাছে হারের পর আজ ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই কলকাতার। প্রবল সমালোচনার মুখে কার্তিকের আজ অগ্নিপরীক্ষাও।
আবুধাবি : দিল্লির কাছে হারের পর থেকে কার্যত সমালোচনার ঝড়ই বইছে তাঁর বিরুদ্ধে। অবিলম্বে তাঁকে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি তুলেছেন কলকাতা নাইট রাইডার্সের অনুরাগীরা।\
এমনকি টিম থেকেও বাদ দিয়ে ওই জায়গায় অন্য কাউকে খেলানোর দাবি উঠেছে। পরপর ম্যাচে তিনি ব্যাট হাতে নেমে ব্যর্থ। এমনকি তাকে সরাতে সোশ্যাল সাইটে একটি হ্যাশট্যাগ পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে।
যে খবর অবশ্যই শাহরুখ খানের কানেও পৌঁছেছে। সেই দীনেশ কার্তিক আজ আবুধাবির মাঠে নামছে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে।
চেন্নাই আবার এরমধ্যে পরপর ৩টে ম্যাচ হেরে খোঁচা খাওয়া বাঘের মত রয়েছে। মহেন্দ্র সিং ধোনি এত হার পরপর কবে হেরেছেন তা এখনও পরিষ্কার নয়। ফলে তিনি তাঁর শেষ বিন্দু পর্যন্ত লড়াই দেবেন।
উইকেটের পিছনে দাঁড়িয়ে তাঁর ক্রিকেট বুদ্ধি কম্পিউটারের মত চলে। ফলে তাঁর দল পরিচালনার অভিজ্ঞতা ও বুদ্ধির বিরুদ্ধে লড়তে হবে দীনেশকে।
কলকাতার বড় ভরসা আন্দ্রে রাসেল কবে জ্বলে উঠবেন সেই অপেক্ষায় রয়েছেন কলকাতার সমর্থকেরা। রাসেলকে মিডল অর্ডারে নামিয়ে বড় একটা সুবিধা হচ্ছেনা। এটা পরিস্কার হয়ে গেছে।
সেক্ষেত্রে কলকাতা এদিন রাসেলকে স্লগ ওভারে নামানোর কথা ভাববে কী? এমন প্রশ্ন উঠছে। কারণ স্লগ ওভারে নামলে রাসেলের সেই আগুনে ব্যাট দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
নারিনও চিন্তার কারণ হচ্ছে। না বোলিংয়ে তাঁর সেই ধার কাজ করছে। না ব্যাটিংয়ে সাফল্য পাচ্ছে নারিন। সেখানে অন্য কোনও অলরাউন্ডার খেলানো নিয়ে ভাবতেই পারে কলকাতা।
ধোনি এদিন কলকাতার সঙ্গে জিততে দল কী একই রাখবেন? সে প্রশ্নও উঠছে। কারণ টেবিলে ওপরে উঠতে ধোনিকে এদিনের ম্যাচ জিততেই হবে।
সেক্ষেত্রে কলকাতার বিরুদ্ধে তাঁর স্ট্র্যাটেজি কী হতে চলেছে তা নিয়ে জোর জল্পনা রয়েছে কলকাতার অন্দরেও। তবে সব মিলিয়ে এদিন একটা দারুণ উপভোগ্য ম্যাচ দেখতে উঁচিয়ে ২ দলের সমর্থকেরা।
একতরফা নয়। লড়াই হওয়া ম্যাচ দেখতে চান তাঁরা।