দুপুরের প্রবল গরমে আবুধাবিতে নামছে কলকাতা
দুপুরে এদিন খেলা পড়েছে কলকাতার। আবুধাবিতে খেলা পড়েছে। সেখানকার গরম কলকাতাকে কিছুটা হলেও চিন্তায় রাখবে বলে মনে করছেন অনেকে।
আবুধাবি : চেন্নাইয়ের বিরুদ্ধে প্রায় হারা ম্যাচ জিতে এখন আত্মবিশ্বাসে ফুটছে কলকাতা। ধোনির চেন্নাই, শক্তিশালী হায়দরাবাদ বা রান তুলতে সিদ্ধহস্ত রাজস্থানকে হারিয়ে দীনেশ কার্তিকের দল এদিন নামছে পঞ্জাবের বিরুদ্ধে।
খাতায় কলমে পঞ্জাব এখন লিগ টেবিলের সবচেয়ে নিচে থাকা দল। কিন্তু এমন একটা দল যে দলটা যে দিন খেলে দেবে সেদিনটা তাদের। দলে রয়েছেন কেএল রাহুলের মত ব্যাটসম্যান।
রয়েছেন নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েলের মত রান মেশিন। রয়েছেন মায়াঙ্ক আগরওয়ালের মত ব্যাটসম্যান।
এখনও পঞ্জাব তাদের দলে থাকা ক্রিস গেইলকে খেলায়নি একটাও ম্যাচ। এদিন নামালে শুরুতেই একটা ঝোড়ো রানের ইনিংস হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। কারণ ক্রিস যদি খেলেন তাহলে সেই ঝোড়ো শুরু পঞ্জাবকে বিশাল রান দিতে পারে।
দলে রয়েছেন জেমস নিশাম-এর মত ব্যাটিং প্রতিভা। শেলডন কটরেল, মহম্মদ সামি-র মত পেস আক্রমণ রয়েছেন দলে। স্পিন আক্রমণও নেহাত মন্দ নয় তাদের।
কলকাতার ক্ষেত্রে বড় চিন্তা আন্দ্রে রাসেলের ব্যাট চলছে না। রাসেলের ব্যাটই পারে কলকাতাকে ২০০ রান পর্যন্ত পৌঁছে দিতে। বড় রান তাড়া করতে হলে রাসেলের ব্যাট ভরসা দিতে পারে। সেই রাসেল বল ভালো করলেও ব্যাটিংয়ে এখনও ব্যর্থ। তবে বরুণ চক্রবর্তীর স্পিন দারুণভাবে প্রতিপক্ষের চিন্তার কারণ হয়েছে।
কলকাতার আরও বড় সমস্যা খোদ অধিনায়ক। দীনেশ কার্তিকের ব্যাট থেকে কোনও রান আসছে না। তাঁকে ভরসা করার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না সমর্থকেরা। এমনকি তাঁকে সরানোরও দাবি উঠেছে।
সুনীল নারিনও এখনও পর্যন্ত ব্যাট হাতে সফল নন। তাঁর ওপেনিংয়ে নেমে কলকাতাকে ঝোড়ো শুরু দেওয়া এখনও অতীত স্মৃতি।
ক্রিকেট বিশেষজ্ঞেরা ২ দলের খেলোয়াড়দের ফর্মের পাশাপাশি গুরুত্ব দিচ্ছেন আবুধাবির দুপুরের গরমকে। যা তাঁদের চিন্তায় রাখছে। গরমের জেরে ক্লান্তিও ২ দলকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছেন তাঁরা।
দুপুরে কলকাতার ৫টি খেলা পড়েছে। যার একটি হচ্ছে এদিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা