Sports

আজ বিরাটের ভরসা ব্যাটিং আর কলকাতার টিম গেম

কলকাতা চাইছে তাদের লিগ টেবিলে ৩ নম্বর স্থানটা অটুট রাখতে। এমনকি ২ নম্বরে উঠতে। অন্যদিকে বেঙ্গালুরুও একই লক্ষ্যে নামছে শারজার ছোট মাঠে।

শারজা : আইপিএল-এ সব দলই ২ বার করে নিজেদের মুখোমুখি হয়। তারই প্রথম পর্ব শেষ হচ্ছে সোমবার। প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপরই সব দলের ৭টা করে ম্যাচ শেষ হবে।

এবার শুরু হবে দ্বিতীয় পর্বে দ্বিতীয় বারের জন্য সকলের মুখোমুখি হওয়া। সেই দিক থেকে আইপিএল যথার্থ অর্থেই এখন মধ্যগগনে। এদিন কিন্তু প্রথম পর্বের শেষে ২ দলই চাইছে লিগ টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে।


গত ২টি ম্যাচে কলকাতা চেন্নাই ও পঞ্জাবের বিরুদ্ধে জয় পেয়েছে বটে তবে তা কিছুটা হয়তো ভাগ্যের জোরে। বলা ভাল কলকাতা জেতেনি, বরং চেন্নাই ও পঞ্জাব হেরেছে।

জয়ের দোরগোড়ায় পৌঁছে ২টি দলই শেষে জঘন্য ব্যাটিং করে পয়েন্ট খুইয়েছে। ফলে কলকাতাকে তাদের পারফরমেন্স নিয়ে ভাবতে হবে। আন্দ্রে রাসেলের ফর্মে না থাকা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।


অন্যদিকে দীনেশ কার্তিক অন্য সব ম্যাচে ব্যর্থ হলেও যে ব্যাটিং পঞ্জাবের বিরুদ্ধে করেছেন তা তাঁকে ধরে রাখতে হবে। ওপেনিংয়ে রাহুল ত্রিপাঠীকেও ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

বলে প্যাট কামিন্স সেই অর্থে তাঁর ক্ষমতার স্বাক্ষর রাখতে পারছেন না। শুভমান গিল ও মর্গান লড়াই দিচ্ছেন ঠিকই তবে এদিন শারজার পিচে তাঁদের ব্যাটে ঝড় ওঠা দরকার। কারণ ছোট মাঠে বেঙ্গালুরু যে ব্যাটিং শক্তি নিয়ে নামছে তাতে রানের পাহাড় তারা গড়ে দিতেই পারে।

বেঙ্গালুরুর ব্যাটিং ও বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী। ব্যাটিংয়ে অবশ্য বড় ভরসা বিরাট, ডেভিলিয়ার্স ও ফিঞ্চ। সেইসঙ্গে এখন ভাল ফর্মে খেলছেন দেবদত্ত পাড়িক্কল। এরপর অবশ্য দারুণ ব্যাটিং তাদের হাতে তেমন একটা নেই। কিন্তু বোলিং রয়েছে।

ডেল স্টেইন, ক্রিস মরিস-এর মত যেমন পেস আক্রমণ রয়েছে তেমনই রয়েছে যুজবেন্দ্র চাহল, অ্যাডাম জাম্পা-র মত স্পিনার। নভদীপ সাইনি এখন দারুণ ফর্মে। ভাল বোলিং করছেন তিনিও। ফলে বেঙ্গালুরুর ৫ জন বোলার রয়েছেন।

এছাড়াও বোলিং রয়েছে তাদের হাতে। কারণ তাদের হাতে রয়েছেন ওয়াশিংটন সুন্দর ও মহম্মদ সিরাজ। কাকে এই ম্যাচে খেলাবে দল তা খেলার আগেই জানা যাবে।

শারজার মাঠ ছোট মাঠ। প্রচুর রানের হাতছানি রয়েছে এই মাঠে। ফলে শুরুতে যেই ব্যাট করুক তাদের বড় রানের পিছনে ছুটতে হবে।

কলকাতাকে জিততে গেলে বিরাট, ডেভিলিয়ার্সের ব্যাট দ্রুত থামাতে হবে। সেজন্য কলকাতার ভরসা হতেই পারেন মিসট্রি স্পিনার বরুণ চক্রবর্তী।

লিগ টেবিলে একই পয়েন্ট নিয়ে রান রেটের নিরিখে ৩ নম্বরে রয়েছে কলকাতা। ৪ নম্বরে বেঙ্গালুরু। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button