Sports

আইপিএল খেলার জন্য একটা মাঠ কমল

আইপিএল হবে কী? এটাই এখন বড় প্রশ্ন। ভারতের ক্রিকেট মানচিত্রের সবচেয়ে ঝাঁ চকচকে, ঝলমলে আসরের নাম আইপিএল। প্রতি বছর আইপিএল দেখার জন্য মুখিয়ে থাকেন অনেক ক্রিকেটমোদী। কিন্তু এবার করোনা উদ্বেগে সেই আইপিএল অনুষ্ঠিত হওয়া নিয়েই প্রশ্ন তৈরি হতে শুরু করেছে। করোনার জেরে আইপিএল রুদ্ধদ্বার করার কথা বলা হয়েছে। এমনকি এই ক্রীড়া প্রতিযোগিতা না করার আবেদনও করা হয়েছে। এই অবস্থায় দিল্লির আপ সরকার জানিয়ে দিল তাদের রাজ্যে তারা আইপিএল-এর কোনও খেলা হতে দেবেনা।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়ে দিয়েছেন, দিল্লিতে কোনও সেমিনার, কোনও কনফারেন্স এমনকি আইপিএল অনুষ্ঠিত হবে না। দিল্লিতে ২০০ জনের ওপর মানুষের এক জায়গায় জড়ো হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা আটকাতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। ফলে দিল্লিতে আইপিএল খেলার জন্য মাঠ পাচ্ছেন না উদ্যোক্তারা।


আইপিএল-এর ৭টি খেলা দিল্লিতে হওয়ার কথা ছিল। দিল্লির আপ সরকার শুক্রবার সেই খেলা দিল্লিতে হবে না বলে জানিয়ে দেওয়ার পর আর সেই রাস্তা খোলা রইল না। যেভাবে আইপিএল সমস্যার মুখে পড়ছে তাতে এবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েই প্রশ্ন রয়েছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা আইপিএল-এর ভবিষ্যৎ নিয়ে শনিবার বিসিসিআই-এর সঙ্গে বৈঠকেও বসতে চলেছেন। এদিকে দিল্লিতে কড়াকড়ির কারণ রয়েছে। দিল্লিতে ৬ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button