একদিনে ২টি সুপার ওভার আগেও হয়েছে
একদিনে ২টি ম্যাচের ২টিই সুপার ওভার। আইপিএল-এ এমনটা এর আগে ঘটেনি। কিন্তু টি-২০ প্রতিযোগিতায় এর আগেও একদিনে ২টি ম্যাচে সুপার ওভার ৪ বার হয়েছে।
দুবাই : গত রবিবার যাঁরা আইপিএল-এর ২টি ম্যাচ দেখেছেন, তাঁদের উত্তেজনায় হৃদকম্পন খেলার শেষেও বেশ কিছুটা সময় হয়তো বজায় ছিল। কারণ উত্তেজনা থামতে দেয়নি পরপর ২টি ম্যাচ।
প্রথমটি ছিল কলকাতা বনাম হায়দরাবাদের। যা গড়ায় সুপার ওভারে। সেই রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নেয় কলকাতা। এই উত্তেজনা প্রশমিত করে দ্বিতীয় ম্যাচে চোখ রাখেন অনেকেই। মুম্বই বনাম পঞ্জাবের খেলা। যত রাত বাড়ে খেলা ততই শেষের দিকে এগোয়। আর যতই খেলা শেষের দিকে এগোয় ততই দর্শকদের উত্তেজনার পারদ চড়তে থাকে। চরম টানটান ম্যাচ গড়ায় সুপার ওভারে।
একদিনে ২টি ম্যাচ আর ২টোই সুপার ওভারে গড়াল! আইপিএল-এর ইতিহাসে এমন ঘটনা প্রথম। অনেকেই মনে করতে পারছিলেননা এমনটা আগে কখনও কোনও টি-২০ প্রতিযোগিতায় ঘটেছে কিনা।
রবিবার মুম্বই বনাম পঞ্জাবের ম্যাচে আরও উত্তেজনা চরমে ওঠে যখন প্রথম সুপার ওভারও টাই হয়ে যায়! এমনটাও এর আগে কখনও দেখেননি কেউ। শুরু হয় দ্বিতীয় সুপার ওভার। সেখানে পঞ্জাব হারিয়ে দেয় মুম্বইকে।
এর পরই প্রশ্ন উঠতে শুরু করে এর আগে কী সত্যই কোনও টি-২০ প্রতিযোগিতায় একদিনে ২টি ম্যাচের ২টিই গড়িয়েছে সুপার ওভারে? সে উত্তরও সামনে এসেছে।
এমন উদাহরণ রয়েছে। একটা নয়, দুটো নয়, চারটে প্রতিযোগিতায় এমন ঘটনা ঘটেছে যেখানে একদিনে টি-২০ ২টি ম্যাচের ২টিই গড়িয়েছে সুপার ওভারে। সে খতিয়ানও সামনে এসেছে।
এমন ঘটনা প্রথম ঘটে ২০০৯ সালে। দক্ষিণ আফ্রিকায় টি-২০ প্রতিযোগিতা স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক প্রো২০-তে। পরেরটি ঘটে ২০১১ সালে। ইংল্যান্ডে টি-২০ প্রতিযোগিতা ফ্রেন্ডস লাইফ টি-২০ সিরিজে। এখানে ২টি সেমিফাইনাল ম্যাচ ছিল একদিনে। আর সেখানে ২টি ম্যাচই গড়িয়েছিল সুপার ওভারে।
এর পরেরটি ঘটে ২০১৮ সালে। শ্রীলঙ্কায় টি-২০ প্রতিযোগিতা এসএলসি টি২০ টুর্নামেন্টে। চতুর্থবার এমনটা হয় গত বছর ২০১৯ সালে। দক্ষিণ আফ্রিকায় টি-২০ প্রতিযোগিতা সিএসএ প্রভিন্সিয়াল টি২০ কাপ-এ। তারপর ২০২০ সালে গত রবিবার আইপিএল-এ একদিনে ২টি ম্যাচের ২টিই গড়াল সুপার ওভারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা