অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এ বছরের আইপিএল। এ বছর আদৌ তা হবে কিনা তাও পরিস্কার নয়। বিসিসিআই এমনই সিদ্ধান্ত নিয়েছে।
দেশে করোনা পরিস্থিতি প্রতিদিন ঘোরাল হয়েছে। আর সেই সময় প্রতি সন্ধেয় চলেছে বিনোদন। আইপিএল অনুষ্ঠিত হচ্ছিল। খেলোয়াড়দের বায়ো বাবলে রেখে তাঁদের সুরক্ষিত রাখা হয়েছে বলেও জানিয়েছিল বিসিসিআই। কিন্তু তার ফাঁক গলেও ঢুকে পড়ল করোনা সংক্রমণ।
কেকেআর-এর বরুণ চক্রবর্তী, সন্দীপ ওয়ারিয়র ছাড়াও সংক্রমিত চেন্নাইয়ের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি, হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা সহ কয়েকজন।
এই অবস্থায় গত সোমবার কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচ স্থগিত করার কথা বলা হয়েছিল। মঙ্গলবার স্থগিত হল আইপিএল-এর আসরই।
যেভাবে খেলোয়াড়রা আক্রান্ত হচ্ছেন সেকথা মাথায় রেখেই বিসিসিআই আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। এমনিতেই বায়ো বাবল বা জৈব বলয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন খেলোয়াড়েরা।
বিদেশি খেলোয়াড়েরা করোনা নিয়ে ভয়েও ছিলেন। আবার বায়ো বাবলের কারণে ক্লান্তও ছিলেন। বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় আগেই দেশে ফিরে গিয়েছিলেন। এবার তো আইপিএল আপাতত বন্ধ হয়ে গেল।
বলা হচ্ছে বরুণ চক্রবর্তী একটি স্ক্যান করাতে হাসপাতালে গিয়েছিলেন সামান্য সময়ের জন্য। ওটুকু সময়ই তিনি বায়ো বাবলের বাইরে ছিলেন।
আর তখনই বরুণ সংক্রমণের শিকার হন। এই পরিস্থিতিতে কোনও খেলোয়াড়ই সুরক্ষিত নন বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা