Sports

চোখ কপালে তোলা টাকায় লখনউয়ের দল কিনল সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী

সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী এবার আইপিএল-এর নতুন একটি দলের মালিক। বিপুল অঙ্ক খরচ করে লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি দখলে নিল কলকাতার এই শিল্পগোষ্ঠী।

আইপিএল ২০২২-এ যোগ হচ্ছে নতুন ২টি দল। এখন ৮টি দল রয়েছে। ২টি দল নতুন যোগ হয়ে ২০২২ আইপিএল হবে ১০ দলের লড়াই।

এদিকে ডিসেম্বরের শেষেই আইপিএল-এর নিলাম। যেখানে বিপুল নিয়মে পরিবর্তন হচ্ছে। তার আগে এটা নিশ্চিত হওয়া জরুরি ছিল নতুন ২টি দল কিনছে কারা। সেই লড়াইয়ে ছিল অনেকেই।


সকলকে টেক্কা দিয়ে লখনউ কিনল কলকাতার শিল্পগোষ্ঠী আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ। লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক হতে ৭ হাজার কোটি টাকা খরচ করল এই সংস্থা। এমন চোখ কপালে তোলা অর্থ ব্যয়ে রাজি থাকার পর আর কেউ লখনউ কেনার চেষ্টাই করেনি।

লখনউ ছাড়া দ্বিতীয় যে দলটি নতুন আইপিএল খেলবে তা হল আমেদাবাদ। আমেদাবাদ কিনেছে সিভিসি ক্যাপিটাল। যদিও তারা আমেদাবাদের দল নিজেদের দখলে নিতে গোয়েঙ্কাদের চেয়ে অনেক কম খরচ করেছে। ৫ হাজার ৬০০ কোটি টাকায় আমেদাবাদ পকেটে পুরেছে সিভিসি ক্যাপিটাল। লুক্সেমবার্গে সদর দফতর থাকা এই সংস্থা বিশ্বের ক্যাপিটাল মার্কেটে একটা প্রথমসারির নাম।


নয়াদিল্লিতে এদিন বসেছিল এই ২ নতুন দল দখলের আসর। সেখানেই ২টি দলের মালিক নির্ধারণ হয়ে গেল। এবার খেলোয়াড় তোলার পালা।

এই ২টি দলকে তাদের পুরো দলই সাজাতে হবে। ফলে তাদের সবটাই নতুন খেলোয়াড় নিতে হবে। বাকি দলগুলির দীর্ঘদিনের পরিচিত মুখ এবারের নয়া নিয়মে অনেকটাই বদলে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button