চাই রেল গেট। লাইন পারাপারের জন্য কংক্রিটের রাস্তা। এই দাবিতে মঙ্গলবার রেল অবরোধ করলেন সুভাষগ্রাম ও সোনারপুরের মাঝে বসবাসকারী মানুষজন। বিশেষত রেল লাইনের কাছে বসবাসকারী মানুষজনই এই অবরোধে সামিল হন। এর জেরে দুপুরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।
অবরোধের জেরে অনেক ট্রেন আটকে পড়ে। তবে বজবজ ও ক্যানিং শাখার ট্রেনগুলির গতিপথ এই লাইনের ওপর না হাওয়ায় সেই রুটে ট্রেন স্বাভাবিকভাবেই চলেছে। বাকি মানুষজন প্রবল সমস্যায় পড়েন। দুপুরের দিকের এই অবরোধের জের বিকেলে অফিস ফেরত মানুষজনকেও ভুগতে হবে মনে মনে করছেন নিত্যযাত্রীরা।