মালদহ থেকে নিউ দিল্লিগামী নিউ ফারাক্কা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে মৃত্যু হল ৬ জনের। আহত ৬০ জন যাত্রী। বুধবার ভোর ৬টা ৫ মিনিটে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের রায়বরেলিতে। ট্রেনের ইঞ্জিন সহ ৯টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের অধিকাংশ যাত্রীই ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনার পর বগিগুলি চারপাশে ছিটকে পড়ে। প্রাথমিকভাবে কুয়াশা ও সিগনাল সমস্যাকে কারণ হিসাবে মনে করছেন রেল আধিকারিকরা। রেলমন্ত্রী পীযূষ গোয়েল এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
ঘটনার পর মৃতদের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী। অন্যদিকে উত্তরপ্রদেশে এই দুর্ঘটনা ঘটায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এদিকে এই দুর্ঘটনার জেরে ওই লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অনেক দূরপাল্লার ট্রেন আটকে পড়ে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)