রেললাইনে অনেক সময়ই মেরামতির দরকার পড়ে। সে কাজ করেন গ্যাংম্যানেরা। সেই কাজই চলছিল। কাজ চলছিল উত্তরপ্রদেশের সান্দিলা ও উমরতালি স্টেশনের মাঝে রেল লাইনে। সে সময়ই দ্রুত গতির একটি ট্রেন ওই লাইনে এসে পড়ে। নিজেদের রক্ষা করতে লাইন ছেড়ে সরে যাওয়ার আগেই ৪ গ্যাংম্যানের ওপর এসে পড়ে ট্রেনটি। ট্রেনের চাকায় টুকরো হয়ে যায় দেহগুলি।
৪ রেলকর্মী যে লাইনে কাজ করছিলেন সেই লাইনে এসে পড়ে কলকাতা-অমৃতসর আকাল তখত এক্সপ্রেস। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১২টা নাগাদ। দ্রুত ঘটনাস্থলে হাজির হন রেলের উচ্চপদস্থ কর্তারা। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)