রাত তখন ২টো ৫৫ মিনিট। দুরন্ত গতিতে হাওড়ামুখী কালকা মেল ছুটে যাচ্ছিল হরিয়ানার ধীরপুর ও ধোন্দাখেদি স্টেশনের মধ্যবর্তী রেললাইন ধরে। কাছেই কুরুক্ষেত্র। মেল ট্রেনটির ইঞ্জিনের পরেই ছিল অসংরক্ষিত কামরা। যাকে পরিভাষায় বলা হয় সিটিং কাম লাগেজ রেক। এই কামরাতেই আচমকা আগুন লেগে যায়। বিষয়টি তখনই নজরে আসে ট্রেনের চালকের। হয়তো ইঞ্জিনের পাশের কামরা হওয়ায় তাঁর পক্ষে দ্রুত বিষয়টি নজরে আনা সম্ভব হয়। দেখার সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড় করিয়ে দেন তিনি। খবর দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আগুন লাগা কামরাটিকেও ট্রেনের ইঞ্জিন ও অন্য কামরা থেকে দ্রুত আলাদা করে দেন। ফলে আগুন অন্য কামরায় ছড়াতে পারেনি।
আগুন লাগা কামরায় থাকা যাত্রীদেরও দ্রুত বার করে আনা হয়। এঁদের মধ্যে ৬ যাত্রীর শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘণ্টা খানেক পর পোড়া বগিটি বাদ দিয়ে বাকি গাড়ি হাওড়ার দিকে রওনা হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)