রাজধানী, দুরন্ত বা অন্য কোনও সম্পূর্ণ এসি ট্রেনে মহিলাদের জন্য থ্রি টিয়ারে সংরক্ষিত আসন আরও বাড়াল রেল। অতিরিক্ত ৬টি আসন যুক্ত হয়েছে। যে মর্মে সার্কুলার গত ৩০ নভেম্বরই জারি করেছে রেল। এই সুযোগ পাবেন যে কোনও বয়সের মহিলা। সে তিনি একাই ভ্রমণ করুন বা কোনও মহিলা দলের সঙ্গে। তবে এই অতিরিক্ত সুবিধা গরীব রথের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
প্রসঙ্গত এখন থ্রি টিয়ার এসি কামরা পিছু মহিলাদের জন্য ৪টি করে লোয়ার বার্থ সংরক্ষিত থাকে। এই সংরক্ষণ সিনিয়র সিটিজেন সহ ৪৫ বছরের বেশি বয়সী মহিলা ও সন্তানসম্ভবাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবার তার সঙ্গে আরও মোট ৬টি বার্থ যুক্ত হল। এছাড়া গরীব রথে এখন থ্রি টিয়ারে মহিলাদের জন্য ৬টি আসন সংরক্ষিত থাকে। মেল বা এক্সপ্রেস ট্রেনে স্লিপার ক্লাসে মহিলাদের জন্য ৬টি সংরক্ষিত আসন রয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)