একে মিরাকল না বলে আর কিই বা বলা যেতে পারে! নাহলে ট্রেনের টয়লেটে ফ্লাশ করা ১ দিনের বাচ্চা বেঁচে যেতে পারে! গত শনিবার বিকেলে অমৃতসর-হাওড়া এক্সপ্রেসের বাথরুম পরিস্কার করছিলেন সাফাইকর্মীরা। সেই সময় তাঁদের নজরে পড়ে একটি দুধের শিশু আটকে আছে টয়লেটে। ফ্লাশ করার পরও সে কোনওভাবে নিচে না পড়ে গিয়ে আটকে যায় নলে! দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দেখা যায় শিশুটির গলায় একটা ওড়না জড়ানো। পুলিশের ধারণা শিশুটিকে প্রথমে গলায় ওড়নার ফাঁস দিয়ে দমবন্ধ করে মারার চেষ্টা হয়। তারপর তাকে ট্রেনের টয়লেটে ফ্লাশ করে দেওয়া হয়। কিন্তু এমন ভয়ংকর ঝড় বয়ে যাওয়ার পরও তার বেঁচে যাওয়ায় হতবাক অনেকেই। চিকিৎসকেরা জানিয়েছেন ১ দিনের সদ্যোজাত ওই শিশুপুত্র এখন বিপদের বাইরে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান কেউ ইচ্ছে করে ওই শিশুটিকে হত্যা করে ট্রেনের টয়লেট দিয়ে ফ্লাশ করে দিতে চেয়েছিল। কে সে তা খুঁজে বার করতে স্টেশনের সিসিটিভি পরীক্ষা করা শুরু করেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)