দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল দুরন্ত এক্সপ্রেসে। রাত তখন সাড়ে ৩টে। জম্মু-নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস তখন দিল্লির কাছাকাছি। সরাই রোহিলা স্টেশনে প্রবেশ করার আগে, সিগনাল না পেয়ে ট্রেনটি বাদলি এলাকায় একটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যদিও এই স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর কথাই নয়। এক যাত্রী অনলাইনে অভিযোগ করেন যে সেই সময় আচমকাই বি৩ ও বি৭ কামরায় উঠে পড়ে জনা পাঁচেকের দুষ্কৃতি দল। উঠেই তারা যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে তাঁদের সবকিছু বার করে দিতে বলে। মানিব্যাগ, টাকাকড়ি থেকে গয়নাগাটি এমনকি হাতে থাকা প্যাকেটও নিয়ে নেয়। সব মিলিয়ে মেরেকেটে ১০ থেকে ১৫ মিনিট। এরমধ্যেই লুঠপাট সেরে ট্রেন থেকে নেমে বেপাত্তা হয়ে যায় দুষ্কৃতিরা।
এই ঘটনায় যাত্রীরা প্রবল ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ না সেই সময় কোনও নিরাপত্তারক্ষী ছিলেন, না ছিলেন টিটি। কাউকে কিছু জানানোর উপায় ছিলনা। অথচ নির্বিঘ্নে দুষ্কৃতিরা যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে সর্বস্ব লুঠ করে পালাল। এই ঘটনায় স্বভাবতই রেলের দিকে আঙুল উঠেছে। উত্তর রেলের তরফে জানানো হয়েছে তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। তারা কিছু তথ্যও পেয়েছে। তাদের আশা খুব দ্রুত দুষ্কৃতিরা ধরা পড়বে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)