শুক্রবার সংসদে বাজেট পেশ করতে গিয়ে রেলমন্ত্রী তথা ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেন ২০১৮-১৯ অর্থবর্ষ ভারতীয় রেলের জন্য সবচেয়ে সুরক্ষিত বছর হয়েছে। সেই রেকর্ডের কথা ঘোষণার সময়েই দিল্লি থেকে কিছুটা দূরে জয়পুরের কাছে একটি দূরপাল্লার গাড়ির একটি ইঞ্জিন ও একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাটি ঘটে জয়পুরের কাছে সাঙ্গানীর স্টেশনের কাছে।
ট্রেনটি জবলপুর থেকে আজমের যাচ্ছিল। জয়পুর ছাড়ার পর সেটি ছুটে যাচ্ছিল সাঙ্গানীর স্টেশনের দিকে। সেই সময় ট্রেনর ইঞ্জিন ও তার পিছনের বগি লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। যে কামরাটি হেলে যায় সেটি ছিল অসংরক্ষিত কামরা। আশপাশের লোকজন ছুটে এসে যাত্রীদের ট্রেন থেকে দ্রুত বার করে আনেন।
দ্রুত সেখানে হাজির হয় রিলিফ ট্রেন। জয়পুর থেকে আসতে ট্রেনটির বেশি সময় লাগেনি। তবে এই ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। শুধু ট্রেনের চালকের কিছুটা চোট লেগেছে। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল দফতর।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)