Kolkata

জোর করে টাকা আদায় করেছে রেল পুলিশ, অভিযোগ যাত্রীদের

রেল পুলিশের বিরুদ্ধে জোর করে টাকা আদায়ের অভিযোগ করলেন বেশ কয়েকজন যাত্রী। পাল্টা তাঁদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে ৬ জন যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রেল পুলিশের বিরুদ্ধে শিয়ালদহ স্টেশনে নেমেই রবিবার অভিযোগে সরব হন একদল যাত্রী। তাঁদের অভিযোগ ছিল ট্রেনে ওঠার পর কয়েকজন রেল পুলিশ কামরায় উঠে কয়েকজন যাত্রীকে মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ করেন। এজন্য জরিমানাও করা হয় তাঁদের। তাঁদের কাছে জরিমানা বাবদ টাকা চান রেল পুলিশের কর্মীরা। মাথাপিছু ১ হাজার ২০০ টাকা করে চাওয়া হয় বলে অভিযোগ করেন যাত্রীরা।

Indian Railways
বন্‌ধের দিন শিয়ালদহ স্টেশন, ছবি – আইএএনএস

যাত্রীদের দাবি, মদ্যপানকে সামনে রেখে যাঁদের কাছে টাকা চাওয়া হয় তাঁরা কিন্তু মদ্যপান করেননি। অথচ তাঁদের কাছে জোর করে টাকা চাওয়া হয়। কয়েকজন পুরুষ যাত্রীকে মারধরও করে রেল পুলিশ বলে অভিযোগ যাত্রীদের একাংশের। মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেছেন তাঁরা। শিয়ালদহ স্টেশনে নেমেই প্রতিবাদে সরব হন তাঁরা।


Indian Railways
ফাইল ছবি

নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদহগামী দার্জিলিং সুপার ফাস্ট মেল-এ এই ঘটনা ঘটে। অন্যদিকে এদিন শিয়ালদহে নামতেই ৬ যাত্রীকে খারাপ ব্যবহারের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। মালদা জিআরপি-র তরফে পাল্টা দাবি করা হয়েছে, যাত্রীরা ধরে নিয়েছিলেন রেল পুলিশ আধিকারিকরা ভুয়ো। ফলে তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাঁরা। অন্যদিকে রেল পুলিশের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে জিআরপি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button